হোম > সারা দেশ > ঝালকাঠি

স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে আটক

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবদাসকাঠি গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নার্গিস আক্তার (৪৫)। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানিতে প্রহরী হিসেবে চাকরি করেন। তাঁর তিন সন্তানের মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকরি করেন, মেজো ছেলে বাড়িতে থেকেই কলেজে পড়ে ও প্রাইভেট পড়ায় এবং ছোট মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গতকাল সোমবার আব্দুল আজিজ বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাতেও আবার সেই ঝগড়া শুরু হলে স্ত্রী নার্গিস আক্তারকে বেধড়ক মারধর করে আব্দুল আজিজ। একপর্যায়ে স্ত্রী নিস্তেজ হয়ে পড়লে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই স্বামী আজিজকে রাজাপুর থানা-পুলিশ আটক করেছে। 

তবে গ্রেপ্তারের আগে অভিযুক্ত আব্দুল আজিজ জানান, তাদের বাড়িতে কাজ করতেন একই এলাকার আব্দুল হামেদের ছেলে মো. ছালেক। কাজের সুবাদে স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ছালেকের। একপর্যায়ে তাঁরা পরকীয়ায় জড়িয়ে পড়ে। আজিজ বিষয়টি উপলব্ধি করতে পেরে স্ত্রীকে নিষেধ করলেও তা শোনেনি। ঘটনার দিন সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) ১২টার দিকে বাইরের কাজ শেষে বাসায় ফিরলে তাঁর স্ত্রীর সঙ্গে ছালেককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় রাগান্বিত হয়ে শাবল নিয়ে ছালেককে আঘাত করতে গেলে তিনি সরে যান। পরে সেটি গিয়ে স্ত্রী নার্গিসের মাথায় আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই নার্গিস আক্তার নিস্তেজ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাজাপুর থানার ওসি গোলাম মোস্তফা আরও বলেন, ‘নিহত নারীর মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক আজিজকে জিজ্ঞাসাবাদ চলছে। সে যেহেতু ভিন্ন তথ্য দিয়ে মূল ঘটনাকে আড়াল এবং বিভ্রান্ত করতে চাইছে, তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সব মিলিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর