হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে ৯৮ বছরের বৃদ্ধ ৬ দিন ধরে নিখোঁজ

প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি) 

ঝালকাঠির নলছিটির ৯৮ বছর বয়সী এক বৃদ্ধ আজ ছয়দিন ধরে নিখোঁজ। উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামের এই বৃদ্ধের নাম মো. আ আজিজ তালুকদার (৯৮)।

গত ১ সেপ্টেম্বর দুপুরে আজিজ তালুকদার বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো খোঁজ মেলেনি। গত শনিবার ওই বৃদ্ধের ছেলে মোজাম্মেল তালুকদার নলছিটি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৪১) করেন। জিডিতে নিখোঁজ বৃদ্ধের বয়স ৯৮ বছর উল্লেখ করা হয়েছে।

নিঁখোজ আজিজ তালুকদারের ছেলে মো, মোজাম্মেল তালুকদার বলেন, কাউকে কিছু না বলে দুপুরে বাসা থেকে বের হয়ে যান তিনি। এর পর আর বাড়ি ফেরেননি। এ সময় তাঁর পরণে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি। তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাঁর মুখে লম্বা দাড়ি রয়েছে। তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটেন। মোজাম্মেল তালুকদার তাঁর বাবার খোঁজ পেলে সঙ্গে সঙ্গে তা যেন তাঁর নম্বরে (০১৬১০৩৯৯৮৯৭ / ০১৭২৯৪৭৬৬২৩) ফোন করে জানানো হয়, সে অনুরোধ করেন।

এ বিষয়ে নলছিটি থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, সাধারণ ডায়েরি হয়েছে। এ সম্পর্কিত তত্য সব জায়গায় পাঠানো হয়েছে। তাঁকে খুঁজতে পুলিশও তৎপর রয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা