হোম > সারা দেশ > ঝালকাঠি

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে উঠেছে। আজ শনিবার সকালে রাজাপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। 

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার স্থানীয় একটি বাইপাস সড়কের পাশে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম সাকিব (২২)। তিনি উপজেলার উপজেলার মৃত নুরুর ছেলে। বাইপাস এলাকায় ভাড়া থাকতেন তিনি।

মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীটিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন সাকিব। গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই স্কুলছাত্রী তার খালার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় একা পেয়ে মুখে গামছা বেঁধে ওই ছাত্রীকে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পাহলান জানান, ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করতে আজ দুপুরে ওই স্কুলছাত্রীকে ঝালকাঠি পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি