কলাপাড়ার মহিপুরে ৩০ মণ জাটকা জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। শনিবার রাত ১০টায় শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোনো জাটকা ব্যবসায়ীকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, রাত ৯টার দিকে ইলিশভর্তি একটি ট্রাক মহিপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দ করা মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার ছাত্র ও অসহায় গরিবদের মধ্যে বিতরণ করা হয়।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, কোস্টগার্ডের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া পরবর্তী সময়ে অবৈধ জাটকা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।