হোম > সারা দেশ > বরিশাল

চাকরি দেওয়ার নামে শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।

ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ভুক্তভোগী প্রসেনজিৎ বলেন, ‘আমার বোন ইনস্টিটিউটের শিক্ষার্থী। সেই সুবাদে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে পরিচয়। ২০২৩ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নাম করে স্ট্যাম্পে চুক্তিপত্র করে ২ লাখ টাকা নেন শিক্ষক মামুন। যার সব প্রমাণ রয়েছে। কিন্তু প্রায় এক বছর অতিবাহিত হলেও চাকরি নিয়ে টালবাহানা করতে থাকেন তিনি। সবশেষ গত মাসে চাকরি দেওয়া সম্ভব না বলে জানান তিনি। ফলে কয়েক দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা দিলেও তিনি ওয়াদা রাখেননি।’

অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমি টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য আরেক শিক্ষক সোয়েবকে দিয়েছি। আমাদের গ্রামের বাড়ি একই এলাকায়। আমি চেষ্টায় আছি প্রসেনজিতের টাকা ফেরত দেওয়ার।’

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল আমিন বলেন, ‘শিক্ষক মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কখনোই এমন কাজ করতে পারেন না। অভিযোগ খতিয়ে দেখা হবে।’

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ