হোম > সারা দেশ > বরিশাল

অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে অন্তর্বতী সরকার: বজলুর রশিদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাসদের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, আহতদের পুনর্বাসন, দ্রব্যমূল্য ও জনজীবনের শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনা। সেটা না করে সংবিধান বাতিল, রাষ্ট্রপতি অপসারণসহ নানা বিভ্রান্তিকর আলোচনার মাধ্যমে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার বরিশাল নগরীতে বাসদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাসদের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ: আমাদের প্রত্যাশা’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট ভুক্ত রাজনৈতিক দলের স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘বর্তমান অবস্থা থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ব্যবস্থাসহ অন্যান্য বিভিন্ন সংস্কারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা অতি জরুরি।’

আরও বক্তব্য দেন–সিপিবির অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট লীগের শাহ আজিজ খোকন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিকদার হারুনর রশীদ মাহমুদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, নৌযান শ্রমিক ফেডারেশনের শেখ আবুল হাশেম, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অধ্যাপক বীরেন্দ্রনাথ রায়, অ্যাডভোকেট আবু আল রায়হান, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএম কলেজের অন্যতম সমন্বয়ক মো. সাব্বির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘অভ্যুত্থানে এক ফ্যাসিবাদ হটিয়ে শোষণমূলক স্বৈরাচারী ব্যবস্থা কায়েমের জন্য অনেকে সচেষ্ট হচ্ছেন। তিন মাসে তিন হাজার কোটিপতি বেড়েছে। বিভিন্ন পদে দলীয় সুপারিশে পদায়ন হচ্ছে। মব ট্রায়ালে ঢাকায় ২৮ জনসহ সারা দেশে ১৫০ জন মানুষ গণপিটুনিতে নিহত হয়েছেন।’

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর