হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাধা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে মুখে কালো কাপর বেঁধে মৌন মিছিল করেছে বিএনপি। 

আজ বুধবার সকাল ১০টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি কালীবাড়ি সড়ক হয়ে সাধনার মোড় প্রদক্ষিণ করে সামনে গেলে পুলিশ এতে বাধা দেয়। পরে সেখানে মৌন মিছিল শেষ করে বিএনপি। 

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন বক্তব্য দেন। তিনি মৌন মিছিলে পুলিশের বাধার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি বিরোধী মতের গুম হওয়া নেতাকর্মীদের ফেরত ও খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি। জেলা বিএনপির আহবায়ক মো. সৈয়দ হোসেনসহ শতাধিক নেতা-কর্মী মৌন মিছিলে অংশ নেয়। 

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, মিছিল নিয়ে শহরের মধ্যে বের হওয়ার অনুমতি ছিল না। তাই মিছিলটি ফায়ার সার্ভিস মোড়ে আটকে দেওয়া হয়েছে।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা