হোম > সারা দেশ > বরিশাল

এবার ববিতে হল প্রভোস্ট ও এক পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আব্দুল আলিম বাছের ও সঞ্জয় কুমার সরকার। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলের প্রভোস্ট পদ থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বাছের। একই দিন বিশ্ববিদ্যালয়ের জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।

এর আগে গত ২৯ এপ্রিল বিজয় ২৪ হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান। এভাবে গুরুত্বপূর্ণ পদ থেকে একের পর এক পদত্যাগের কারণে নড়বড়ে হয়ে যাচ্ছে ববির প্রশাসনিক ভিত্তি। এদিকে আজ দুপুর থেকে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

পদত্যাগ করা শেরেবাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বাছের জানান, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। চলমান আন্দোলনের সঙ্গে এর সম্পৃক্ততা আছে কি না, প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি। এ ছাড়া জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করা সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে জবাব না দিয়েই তিনি ফোনের লাইন কেটে দেন।

তবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, এর প্রভাবে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদ থেকে ভিসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে ভিসি তা প্রকাশ করছেন না।

এ ব্যাপারে জানতে ববির উপচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু