হোম > সারা দেশ > বরিশাল

বিয়ে করতে দেশে এসে দুর্ঘটনায় প্রবাসী নিহত, আহত ২ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুমন (২৭) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার যাত্রী ও চালক আহত হয়েছেন।

নিহত সুমন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. জেবল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে রাস্তার মাথা থেকে মনিরাম বাজার এলাকায় যাচ্ছিল। হঠাৎ ভোলাগামী একটি দ্রুতগতির মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশায় থাকা যাত্রী মো. সুমন (২৭), মো. রাসেল (৩০) ও অটোরিকশাচালক রফিকুল ইসলাম আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা সুমন ও রফিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এবং রাসেলকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সুমনের মামা মো. শরিফুল ইসলাম বলেন, ‘১৫-২০ দিন আগে বিয়ে করার জন্য সুমন ওমান থেকে দেশে এসেছিল। এরই মধ্যে কয়েক জায়গায় পাত্রীও দেখা হয়েছে। পরিবারের আশা ছিল জমকালো আয়োজনে তাঁর বিয়ে দেওয়ার। কিন্তু হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় আমার ভাগনের মৃত্যুতে সব শেষ হয়ে গেল। এ ঘটনায় সুমনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।’

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সুমন নামে একজন নিহত হয়েছে। আরও আহত দুজন ভোলা সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর