হোম > সারা দেশ > বরিশাল

বিয়ে করতে দেশে এসে দুর্ঘটনায় প্রবাসী নিহত, আহত ২ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুমন (২৭) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার যাত্রী ও চালক আহত হয়েছেন।

নিহত সুমন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. জেবল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে রাস্তার মাথা থেকে মনিরাম বাজার এলাকায় যাচ্ছিল। হঠাৎ ভোলাগামী একটি দ্রুতগতির মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশায় থাকা যাত্রী মো. সুমন (২৭), মো. রাসেল (৩০) ও অটোরিকশাচালক রফিকুল ইসলাম আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা সুমন ও রফিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এবং রাসেলকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সুমনের মামা মো. শরিফুল ইসলাম বলেন, ‘১৫-২০ দিন আগে বিয়ে করার জন্য সুমন ওমান থেকে দেশে এসেছিল। এরই মধ্যে কয়েক জায়গায় পাত্রীও দেখা হয়েছে। পরিবারের আশা ছিল জমকালো আয়োজনে তাঁর বিয়ে দেওয়ার। কিন্তু হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় আমার ভাগনের মৃত্যুতে সব শেষ হয়ে গেল। এ ঘটনায় সুমনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।’

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সুমন নামে একজন নিহত হয়েছে। আরও আহত দুজন ভোলা সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর