হোম > সারা দেশ > ঝালকাঠি

দাদা না, স্যার ডাকবা—সাংবাদিককে স্বাস্থ্য কর্মকর্তা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

‘স্যার’ সম্বোধন না করায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদারের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ এ অভিযোগ করেন।

সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে গত বৃহস্পতিবার দুপুরে করোনার টিকা সংক্রান্ত তথ্য নেওয়ার জন্য ফোন করা হয়। এ সময় তাঁকে দাদা বলায় ক্ষিপ্ত হন তিনি। অপর প্রান্ত থেকে তিনি বলেন, ‘তুই আমাকে স্যার না বলে দাদা ডাকলি কেন? আমি তোর কিসের দাদা? তুই আমাকে সব সময় স্যার ডাকবি।’ এরপর কোনো তথ্য না দিয়েই কলটি কেটে দেন। গতকাল বিষয়টি আমার ফেসবুকে প্রকাশ করলে তা জানাজানি হয়ে যায়।” 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে নাসির নামে এক সাংবাদিক তথ্য চেয়ে আমাকে মোবাইল করেন। তখন আমি উপজেলা পরিষদে শিশুদের টিকা নিয়ে ব্যস্ত ছিলাম। দাদা না ডেকে স্যার ডাকবা, এতটুকুই বলেছি। এর বেশি কিছু বলিনি।’ 

এ ব্যাপারে কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল বলেন, ‘ডা. তাপস কুমার তালুকদার আমার ক্লাবের সদস্যের সঙ্গে এমন আচরণ করে অন্যায় করেছেন। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তিনি সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করেছেন, তাহলে রোগীদের সঙ্গে কী আচরণ করতে পারেন! রোগীরাও তাঁর কাছ থেকে কী ধরনের সেবা পান!’

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের