হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় পুলিশ পরিদর্শককে অবরুদ্ধ, মাদক ও নারী ব্যবসার অভিযোগ স্থানীয়দের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় মাদক কারবার ও নারী ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে পুলিশের এক পরিদর্শককে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার রাতে কুয়াকাটা পৌর এলাকার পাঞ্জুপাড়ার নির্মাণাধীন ভবনের একটি কক্ষে প্রায় এক ঘণ্টা তাঁকে আটকে রাখা হয়। এ সময় ওই ভবনে ভাঙচুর চালানো হয়।

পরে পৌর মেয়র আনোয়ার হাওলাদার, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজসহ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। একই সঙ্গে অবরুদ্ধ মো. হুমায়ুনকে উদ্ধার করে মহিপুর থানার হেফাজতে নেওয়া হয়। তিনি ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১১টার দিকে স্থানীয় যুবক কাইয়ুম সিকদারের (৩০) সঙ্গে মাদক কারবার ও নারী ব্যবসা নিয়ে পরিদর্শক হুমায়ুন ও সংশ্লিষ্ট ভবনের তত্ত্বাবধায়ক সবুজের তর্কাতর্কি হয়। এ সময় কাইয়ুমকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ ওঠে সবুজের বিরুদ্বে। এ খবরে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে হুমায়ুনকে একটি কক্ষে অবরুদ্ধ করে ভবনে ভাঙচুর চালান।

তাঁরা অভিযোগ করেন, পুলিশের এই কর্মকর্তার যোগসাজশে এখানে নারী ও মাদকের আড্ডা চলে। কক্ষের ভেতর তিনি নারী নিয়ে অবস্থান করছেন।

এদিকে, এমন অভিযোগের সত্যতা না পেলেও সেখান থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করে মহিপুর থানার পুলিশ।

তবে পুলিশ পরিদর্শক হুমায়ুন ও ভবনের তত্ত্বাবধায়ক সবুজের দাবি, তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কাইয়ুম চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারী। তিনি মদ খেয়ে এসে হোটেলে ভাঙচুর চালান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর