হোম > সারা দেশ > বরিশাল

আঠারো বছর পর গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষণা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

গৌরনদী উপজেলা মহিলা দলের নতুন কমিটির সভাপতি হোসনে আরা বেবী ও সাধারণ সম্পাদক তানিয়া আক্তার। ফাইল ছবি

দীর্ঘ প্রায় ১৮ বছর পর বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষণা করেছে বিএনপির অঙ্গসংগঠন বরিশাল উত্তর জেলা মহিলা দল। দলটির সভাপতি চৌধুরী শরিফা নাসরিন ও সাধারণ সম্পাদক লিপি নাসরিন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌরসভায় ১০১ সদস্যের দুটি কমিটি ঘোষণা করা হয়।

গৌরনদী উপজেলা মহিলা দলের নতুন কমিটির সভাপতি হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য হোসনে আরা বেবী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবিনা ইয়াসমিন।

কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন তাসলিমা সেকেন্দার, আনোয়ারা বেগম, দিলরুবা বেগম, বিউটি বেগম, শেফালী বেগম, সুমা বেগম, মুন্নী আক্তার, পপি বেগম, জেসমিন সুলতানা, মুক্তা খান, নাজমা বেগম ও রাশিদা বেগম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিল্পী বেগম।

অন্যদিকে, গৌরনদী পৌর মহিলা দলের সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজা বেগম, সাধারণ সম্পাদক লতা বেগম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কহিনুর বেগম।

গৌরনদী উপজেলা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি হোসনে আরা বেবী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৮ বছর পর দলের ত্যাগী, নির্যাতিত ও আন্দোলনকারী নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রীসহ জেলা কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আওয়ামী সরকারের মামলা, হামলা ও নিপীড়নের সময় পাশে থাকা কর্মীদের মূল্যায়ন করা হয়েছে এ কমিটিতে।’

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ