হোম > সারা দেশ > বরিশাল

আঠারো বছর পর গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষণা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

গৌরনদী উপজেলা মহিলা দলের নতুন কমিটির সভাপতি হোসনে আরা বেবী ও সাধারণ সম্পাদক তানিয়া আক্তার। ফাইল ছবি

দীর্ঘ প্রায় ১৮ বছর পর বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষণা করেছে বিএনপির অঙ্গসংগঠন বরিশাল উত্তর জেলা মহিলা দল। দলটির সভাপতি চৌধুরী শরিফা নাসরিন ও সাধারণ সম্পাদক লিপি নাসরিন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌরসভায় ১০১ সদস্যের দুটি কমিটি ঘোষণা করা হয়।

গৌরনদী উপজেলা মহিলা দলের নতুন কমিটির সভাপতি হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য হোসনে আরা বেবী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবিনা ইয়াসমিন।

কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন তাসলিমা সেকেন্দার, আনোয়ারা বেগম, দিলরুবা বেগম, বিউটি বেগম, শেফালী বেগম, সুমা বেগম, মুন্নী আক্তার, পপি বেগম, জেসমিন সুলতানা, মুক্তা খান, নাজমা বেগম ও রাশিদা বেগম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিল্পী বেগম।

অন্যদিকে, গৌরনদী পৌর মহিলা দলের সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজা বেগম, সাধারণ সম্পাদক লতা বেগম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কহিনুর বেগম।

গৌরনদী উপজেলা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি হোসনে আরা বেবী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৮ বছর পর দলের ত্যাগী, নির্যাতিত ও আন্দোলনকারী নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রীসহ জেলা কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আওয়ামী সরকারের মামলা, হামলা ও নিপীড়নের সময় পাশে থাকা কর্মীদের মূল্যায়ন করা হয়েছে এ কমিটিতে।’

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ