ঝালকাঠির নলছিটিতে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ছালামকে গ্রেপ্তার পুলিশ।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাসুদুর রহমান ছালাম ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাতে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের (২০২২ সালের) বিএনপির অফিস ভাঙচুরের মামলায় আসামির তালিকায় নাম থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।