ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বেশি দামে ডাব বিক্রি ও রসিদ না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
সাফিয়া সুলতানা বলেন, মূল্যতালিকা ছাড়া ও বেশি দামে ডাব বিক্রি অপরাধে তিন ব্যবসায়ীকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি কসমেটিকসের দোকানকে আট হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।