হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জমিতে রাখা ইঁদুর মারার ফাঁদ থেকে বিদ্যুতায়িত হয়ে হবি শেখ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষক হবি শেখ (৫২) পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জুলফিকার আলী বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিহতের ভাগনে নাসির হাওলাদার জানান, প্রতিদিনের মতো জমিতে পানি দেওয়ার জন্য তাঁর মামা হবি শেখ ভোরে বাসা থেকে বের হয়ে যান। পরে অনেক সময় হলেও ফিরে না এলে পরিবারের লোকজন খুঁজতে তাঁকে খুঁজতে থাকেন। এরপর তাঁরা জানতে পারেন প্রতিবেশী কৃষক বেলায়েত শেখের জমিতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে হবি শেখ বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে হবি শেখের লাশ উদ্ধার করে। অবৈধভাবে জমিতে বৈদ্যুতিক ফাঁদ দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা