হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জমিতে রাখা ইঁদুর মারার ফাঁদ থেকে বিদ্যুতায়িত হয়ে হবি শেখ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষক হবি শেখ (৫২) পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জুলফিকার আলী বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিহতের ভাগনে নাসির হাওলাদার জানান, প্রতিদিনের মতো জমিতে পানি দেওয়ার জন্য তাঁর মামা হবি শেখ ভোরে বাসা থেকে বের হয়ে যান। পরে অনেক সময় হলেও ফিরে না এলে পরিবারের লোকজন খুঁজতে তাঁকে খুঁজতে থাকেন। এরপর তাঁরা জানতে পারেন প্রতিবেশী কৃষক বেলায়েত শেখের জমিতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে হবি শেখ বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে হবি শেখের লাশ উদ্ধার করে। অবৈধভাবে জমিতে বৈদ্যুতিক ফাঁদ দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের।

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে