হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ৩৫ কার্টন সিগারেট জব্দ

ঝালকাঠি প্রতিনিধি  

জব্দ করা সিগারেট। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

রোববার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী এমনটিই জানিয়েছেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় চালান কপিবিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কম দামি সিগারেট বিক্রি করে আসছে।

আজ দুপুরে শহরের সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে কার্টনগুলো দেখে সন্দেহ হলে তা খুলে পরীক্ষা-নিরীক্ষা করে ৩ লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্র্যান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়। কিন্তু জেলা কাস্টমস বিভাগের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে তা জব্দ করে বরিশাল বিভাগীয় কার্যালয় পাঠানো হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ