হোম > সারা দেশ > বরিশাল

জাপার হাবুলসহ নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল নগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের বাসায় একাধিকবার তল্লাশির নামে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় এ হয়রানি করা হচ্ছে বলে জাপা দাবি করেছে।

আজ বুধবার দুপুরে জেলা ও মহানগর জাতীয় পার্টির এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। তবে পুলিশের দাবি, হয়রানি নয়, তারা আসামি ধরার চেষ্টা করছে।

জাপার মহানগরের যুগ্ম আহ্বায়ক মামুন মোরশেদ ফোরকান স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর জাপা গত ৩১ মে বিক্ষোভ করে। ওই বিক্ষোভে হামলা চালান গণঅধিকার পরিষদের নেতা–কর্মীরা। বিবৃতিতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ভিপি নুরকে মোসাদের এজেন্ট আখ্যায়িত করে বলা হয়েছে, ওই দিন রাতে তাঁদের মিছিলে হামলার পাশাপাশি সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে হামলা করেছে গণঅধিকার পরিষদ। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় গণঅধিকার পরিষদ উল্টো জাপা নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে।

বিবৃতিতে আরও জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল নগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের বাসায় গত ৫, ৮ ও ৯ মে পুলিশ তল্লাশি চালিয়েছে। এতে তাঁর পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। জাপা নেতা হাবুলসহ নেতা-কর্মীদের এহেন হয়রানির তীব্র নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতারা।

জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা হলে কি পুলিশ আসামি ধরবে না? হয়রানি কেন করা হবে? উনি (জাপা নেতা হাবুল) বিবৃতি দিক, না হয় মাইকিং করুক, সেটা দেখার বিষয় নয়। বিবৃতিটা কোথায় বসে দিল, তা আমাদের জানা দরকার।’ ওসি মিজানুর দাবি করেছেন, জাপার কোনো এজাহার তিনি পাননি।

এ ব্যাপারে মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক মামুন মোরশেদ ফোরকান বলেন, ‘আক্রমণ করল তারা (গণঅধিকার পরিষদ), অফিস ভাঙল তারা। উল্টো জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করা হলো। আমরা থানায় এজাহার দিলাম। সেটি নেওয়া হলো না। এখন আবার হাবুলের বাসায় একাধিকবার পুলিশ তল্লাশির নামে হয়রানি করছে। এতে তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে