হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতালে নবজাতক রেখে উধাও স্বজনেরা

নিজস্ব প্রতিবাদক, বরিশাল

বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে রেখে উধাও হয়েছেন মা ও স্বজনেরা। গতকাল শনিবার হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রে শিশুটিকে ভর্তি করা হয়। আজ রোববার দুপুর পর্যন্ত শিশুটির মা বা কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি। 
 
সেবাকেন্দ্রের নার্স (ইনচার্জ) জয়নব বিবি জানান, গতকাল রাতে কোনো এক ক্লিনিকে শিশুটির জন্ম হয়। ৬০০ গ্রাম ওজনের কন্যাশিশুকে ভোরে এ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে কাউকে পাওয়া যায়নি। ভর্তির সময় দেওয়া একটি নম্বরে যোগাযোগ করা হয়। তাঁরা আসার কথা বলেও আজ দুপুর পর্যন্ত কেউ আসেননি। 

জানা গেছে, হাসপাতালে ভর্তির সময় শিশুটির মায়ের নাম চম্পা উল্লেখ করা হয়। ঠিকানা দেওয়া হয় ঝালকাঠির নলছিটি উপজেলার। বর্তমানে শিশুটি সেবাকেন্দ্রে চিকিৎসাধীন। 

এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুর ভর্তির সময় দেওয়া নম্বরে কল করলেও কেউ রিসিভ করেননি।’ শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী