হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৮টি চট জাল, খালের মধ্যে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১২টি ভেসাল জাল ও সেচ দিয়ে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আস্কর, চক্রীবাড়ি, ত্রিমুখী, নাঘিরপাড়, রাজিহার, জোবারপাড়সহ ১২টি খালে একযোগে জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৮টি চট জাল, ১২টি ভেসাল জাল, খালের মধ্যে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সেচ দিয়ে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়। 

পরে আটককৃত অবৈধ কারেন্ট জাল ও চট জাল উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। এ সময় থানা-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ জাল বিক্রি এবং তা ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ