হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুরের মাদ্রাসী গ্রামে ঘরের দোতলা থেকে নূপুর (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শিকারপুর ইউনিয়নের মাদ্রাসী গ্রামে শ্বশুরবাড়ির দোতলা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

নূপুর আক্তার পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার পশ্চিম আশোকাঠি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। 

এ বিষয়ে নূপুরের কাকা ইকবাল হোসেন জানান, দুই বছর আগে উজিরপুর উপজেলার মাদ্রাসী গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে মো. মিলন হাওলাদারের (২৫) সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর নূপুরের বিয়ে হয়। বিয়ের পর তারা ভালোই ছিল। কয়েক মাস ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। আজ সকালে নূপুরকে ঘরের দোতলায় ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশ আমাদের খবর দেয়। আমাদের মেয়ের মরদেহ যেভাবে পাওয়া গেছে, তাতে সন্দেহ হয় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।’

মিলনের ভগ্নিপতি মো. আনোয়ার হাওলাদার বলেন, ‘প্রেমের বিয়ের শুরু থেকে দাম্পত্য কলহ ছিল। স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।’ 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর-শাশুড়িকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, এখন বলা যাচ্ছে না। তবে রিপোর্ট এলেই নিশ্চিতভাবে জানা যাবে কী হয়েছে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু