হোম > সারা দেশ > বরিশাল

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নানাবাড়িতে সামিউলের জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সামিউল করিম। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণির ছাত্র সামিউল করিমের মরদেহ আজ মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন বাড়িতে। সেখানে নানাবাড়িতেই তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুলমাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামিউলের মরদেহ তার নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় মানুষের ঢল । ছবি: সংগৃহীত

রেজাউল করিমের ছেলে সামিউল ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

সামিউলের নানা আবু জাহের মাল বলেন, ‘আমার নাতিকে যেভাবে হারিয়েছি, আর যেন কাউকে এভাবে হারাতে না হয়। সরকারের কাছে আবেদন, জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায়। যে কারণে আমাদের সবচেয়ে আদরের নাতিকে হারিয়েছি।’

সামিউলের বাবা রেজাউল করিম জানাজায় ছেলের জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

জানাজায় অংশ নেওয়া শিক্ষক মো. মাসুদ বলেন, ‘এমন ট্র্যাজেডিতে পুরো জাতি মর্মাহত। ছোট শিশুটা এভাবে চলে যাবে, ভাবাই যায় না। এমন ঘটনা আর যাতে আমাদের দেখতে না হয়, এ কামনা করছি।’

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ