হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিনজনকে আটকের পর একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাঁকে ৭ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝালকাঠির সহকারী কমিশনার সাইফুল ইসলাম।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কাওসার সিকদার (৩০)। তিনি শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।

আজ রোববার দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় দালাল সন্দেহে তিনজনকে আটকের পর একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করা হয়। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সাইফুল ইসলাম আরও বলেন, আমাদের টিম সকাল থেকে ছদ্মবেশে এখানে অবস্থান নেয়। পরবর্তীকালে পাসপোর্ট অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদরা অতিরিক্ত টাকার মাধ্যমে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলেন এবং এর সঙ্গে এই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যোগসূত্র থাকার কথাও জানান। আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা