হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীর অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীর অপহৃত এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মুলাদী থানার পুলিশ ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় অপহরণ ও নির্যাতনের অভিযোগে লিজা খান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ওই কিশোরী ও গ্রেপ্তার নারীকে বরিশাল শিশু ও নারী নির্যাতন দমন আদালতে পাঠানো হয়েছে। 

লিজা খান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের মুজাম্মেল খানের মেয়ে। 

অপহৃত কিশোরীর মা জানান, ফেসবুকে তাঁর মেয়ের সঙ্গে লিজা খানের পরিচয় হয়। লিজা খান নিজেকে একজন নারী ক্রিকেটার পরিচয় দিয়ে তাঁর মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে তাঁদের মধ্যে মোবাইল ফোনেও যোগাযোগ চলতে থাকে। গত ২৯ জানুয়ারি লিজা খান মোবাইল ফোনে তাঁর মেয়েকে ঢাকায় ডেকে নেন এবং আটকে রেখে নির্যাতন করেন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে গত ৩০ জানুয়ারি বরিশাল শিশু ও নারী নির্যাতন দমন আদালতে মামলা করেন। 

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সোমবার অভিযান চালিয়ে হাজারীবাগ এলাকা থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার এবং লিজা খান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীর জবানবন্দি ও আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ