হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীর অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীর অপহৃত এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মুলাদী থানার পুলিশ ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় অপহরণ ও নির্যাতনের অভিযোগে লিজা খান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ওই কিশোরী ও গ্রেপ্তার নারীকে বরিশাল শিশু ও নারী নির্যাতন দমন আদালতে পাঠানো হয়েছে। 

লিজা খান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের মুজাম্মেল খানের মেয়ে। 

অপহৃত কিশোরীর মা জানান, ফেসবুকে তাঁর মেয়ের সঙ্গে লিজা খানের পরিচয় হয়। লিজা খান নিজেকে একজন নারী ক্রিকেটার পরিচয় দিয়ে তাঁর মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে তাঁদের মধ্যে মোবাইল ফোনেও যোগাযোগ চলতে থাকে। গত ২৯ জানুয়ারি লিজা খান মোবাইল ফোনে তাঁর মেয়েকে ঢাকায় ডেকে নেন এবং আটকে রেখে নির্যাতন করেন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে গত ৩০ জানুয়ারি বরিশাল শিশু ও নারী নির্যাতন দমন আদালতে মামলা করেন। 

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সোমবার অভিযান চালিয়ে হাজারীবাগ এলাকা থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার এবং লিজা খান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীর জবানবন্দি ও আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫