হোম > নারী

দেশের প্রথম নারী প্রকৌশলী

ডেস্ক রিপোর্ট

সংখ্যায় কম হওয়ার কারণে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ইপুয়েটে মেয়েদের ভর্তি নেওয়া হতো না। রীতিমতো আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে পুরকৌশল বিভাগে ভর্তি হয়েছিলেন খালেদা শাহরিয়ার কবির, শিরীন সুলতানা ও মনোয়ারা বেগম। তাঁদের মধ্যে খালেদা শাহরিয়ার কবির ও শিরীন সুলতানা তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী হিসেবে স্নাতক ডিগ্রি লাভ করেন। দেশ স্বাধীন হওয়ার পর ইপুয়েট হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট।

ডোরা রহমান নামে পরিচিত খালেদা শাহরিয়ার কবির ১৯৬৮ সালে ইপুয়েটের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন।

খালেদা শাহরিয়ারের জন্ম ১৯৪৬ সালের ৮ নভেম্বর। তাঁর বাবা মো. কবির উদ্দিন দেশভাগের পর কলকাতা থেকে বাংলাদেশে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের পুরকৌশল বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সালে মকবুলার রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি প্রকৌশলবিষয়ক প্রতিষ্ঠানে যোগদানের মাধ্যমে চাকরিজীবন শুরু করেন খালেদা শাহরিয়ার।

এরপর ১৯৭০ সালে তিনি পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। ২০০৪ সালে সেখান থেকে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে অবসর নেন। ২০২১ সালের ২০ জানুয়ারি ঢাকায় মারা যান তিনি।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

ভুলে যাওয়া এক নারী মেরিনা নেমত

আফ্রিকার লৌহমানবী সিরলিফ

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ

ক্ষত আর স্বপ্ন নিয়ে নতুন ভোরের অপেক্ষায় নারীরা