হোম > নারী

৩৫টি ভাষায় অনুবাদ হয়েছে যাঁর বই

ফিচার ডেস্ক

অ্যামি ট্যান। ছবি: সংগৃহীত

তাঁর বই অনূদিত হয়েছে ৩৫টি ভাষায়। সে বই উপজীব্য করে নির্মিত হয়েছে হলিউড চলচ্চিত্র। ৭৩ বছর বয়সী এই লেখকের নাম অ্যামি ট্যান। যুক্তরাষ্ট্রের অকল্যান্ডে একটি চীনা অভিবাসী পরিবারে জন্মেছিলেন তিনি; ১৯৫২ সালের ১৯ ফেব্রুয়ারি।

অ্যামি ট্যানের বিখ্যাত সেই বইয়ের নাম ‘দ্য জয় লাক ক্লাব’। এটি প্রকাশিত হয় ১৯৮৯ সালে। আর ১৯৯৩ সালে বইটির কাহিনি নিয়ে একই নামে নির্মিত হয় হলিউড সিনেমা।

অ্যামি ট্যানের লেখায় চীনা-আমেরিকান সাংস্কৃতিক পার্থক্য, মা-সন্তান সম্পর্ক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রভাব দেখা যায় গভীরভাবে। তিনি চীনা অভিবাসী পরিবারের সম্পর্ক এবং তাদের আমেরিকান সমাজে অভিযোজনের বিষয়বস্তু নিয়ে লিখতে ভালোবাসেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ব্যানক্রফট লাইব্রেরি তাদের আর্কাইভে ট্যানের ৬২টি ছবি, নোটবুক, চিঠি এবং সাহিত্যিক পাণ্ডুলিপি, শিশুবেলার লেখা থেকে শুরু করে ‘দ্য জয় লাক ক্লাব’-এর মতো বেস্টসেলার উপন্যাসের খসড়া সংরক্ষণ করে রেখেছে।

‘দ্য জয় লাক ক্লাব’-এর প্রায় ৬ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল শুধু নিউইয়র্কে। পরবর্তী সময়ে তিনি একই জনরার আরও পাঁচটি বই লেখেন।

‘দ্য ব্যাকইয়ার্ড বার্ড ক্রনিকলস’ নামে এ পর্যন্ত তাঁর শেষ বই প্রকাশিত হয় ২০২৪ সালে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

ক্ষত আর স্বপ্ন নিয়ে নতুন ভোরের অপেক্ষায় নারীরা

বইকে বেঁচে থাকার শক্তি হিসেবে দেখাতে চান দিয়া

সৌন্দর্যশিল্পের মুকুটহীন সম্রাজ্ঞী এলিজাবেথ আরডেন

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি

অধিকারের পক্ষে মার্থার লড়াই

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি