হোম > নারী

ব্যাংকঋণের জামানতকারী হতে পারবেন নারীরাও

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। অবিবাহিত। একটি অনলাইন ব্যবসা আছে। টিন সার্টিফিকেটও করিয়েছি। একটি বুটিকের দোকান দিতে চাইছি। এ জন্য ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে চাই। আমার কোনো ভাই নেই, একজন বড় বোন আছেন। বাবা মারা গেছেন সাত বছর আগে। ঋণটা নিজ নামেই নিতে চাই। আমার বোন ঋণের জামানতকারী হতে সম্মতি দিয়েছেন। জানতাম নারীরা ঋণের জামানতকারী হতে পারেন না। কিন্তু আমার বোন বলছেন, বর্তমানে নারীরাও জামানতকারী হতে পারেন। এই কথাটা কি ঠিক? আমার বোন কি ঋণের জামানতকারী হতে পারবেন? যদি না পারেন সে ক্ষেত্রে কি দুলাভাই কিংবা অন্য কোনো অনাত্মীয় পুরুষ আমার ঋণের জামানতকারী হতে পারবেন?
তাবাসসুম হাসিন, ঢাকা

কেন পারবেন না? আমাদের দেশে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কেবল পুরুষ নন, নারীকেও জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন আপনার মতো নারী উদ্যোক্তারা। দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এ ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন আপনাদের মতো নারী উদ্যোক্তারাও। কিন্তু ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি এখনো ততটা সহজ হয়নি। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোরও উৎসাহ কম দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে।

ব্যবসা, বাণিজ্য এবং শিল্প খাতে নারীরা যেন আরও এগিয়ে আসতে পারেন, সে লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি ধাপে ধাপে আরও সহজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে যার সুফল ভোগ করছেন অসংখ্য নারী উদ্যোক্তা। আপনিও এর সুবিধা নিন। শুভকামনা রইল আপনার বুটিকের জন্য।

পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন,অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বিশ্বসাহিত্য কেন্দ্রে সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’র আয়োজন

‘৫ শতাংশের বেশি নারী প্রার্থী দিতে চেয়েছিলেন তারেক রহমান’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

ভুলে যাওয়া এক নারী মেরিনা নেমত

আফ্রিকার লৌহমানবী সিরলিফ

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের