২০১৭ সালে ভারতে মুক্তি পেয়েছিল ‘সিক্রেট সুপারস্টার’ নামের একটি চলচ্চিত্র। গানপাগল ১৫ বছরের কিশোরী ইনসিয়া মালিকের স্বপ্ন ছিল সংগীতশিল্পী হওয়ার। মায়ের সমর্থন পেলেও এ বিষয়ে বাবা ছিল বিমুখ। এ বিশাল যাত্রায় বহু ঘটনার পর মইনসিয়া জনপ্রিয় হয়ে ওঠে।
পর্দার ইনসিয়ার মতো আফগানিস্তানের দুই বোনও সোচ্চার হয়েছিলেন নিজেদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে। ইনসিয়া চরিত্রটির মতো এই দুই নিকাবধারী বোন ২০২১ সালের আগস্ট মাসে তাঁদের গানের ভিডিও প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা পান। নিকাব পরে কিংবা চেহারা আড়াল করে জনপ্রিয়তা পাওয়া নতুন কোনো বিষয় নয়। কিন্তু তাঁদের কথা আলাদা করে বলার কারণ, আফগানিস্তানের মতো একটি দেশে যে বছর থেকে তালেবান শাসকেরা দ্বিতীয়বার ক্ষমতা দখল করে, এই দুই বোন সে বছরের আগস্টেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ভাইরাল হন গানের মাধ্যমে।
তালেবান ক্ষমতায় আসার পরের আফগানিস্তানকে যখন পুরো বিশ্ব দূর থেকে দেখছিল, তখন কাবুলের এই দুই বোন নিজেদের মতো করে প্রতিবাদ করেন। তাঁরা আফগানিস্তানের সেই সব নারীর মধ্যে ছিলেন, যাঁরা সরাসরি অনুভব করতে পেরেছিলেন যে নতুন শাসক তাঁদের ওপর অন্যায় করতে চলেছে। লেখাপড়া, সামাজিক যোগাযোগ, গণমাধ্যম, ব্যবসা—সবখান থেকে নারীদের অধিকার যখন কেড়ে নিচ্ছিল তালেবানেরা, তখন এই দুই বোন তাঁদের কণ্ঠকে শক্তি হিসেবে ব্যবহার করেছিলেন প্রতিরোধ গড়ে তুলতে। যেখানে মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেখানে ‘লাস্ট টর্চ’ নামে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আন্দোলন শুরু করেন তাঁরা।
এই আফগান নারীরা নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে ঐতিহ্যগত মূল্যবোধকে চ্যালেঞ্জ করার জন্য বিভিন্ন মঞ্চ ব্যবহার করছেন।