হোম > নারী

প্রতিবন্ধিতা যার প্রতিবন্ধকতা হয়নি

সুমাইয়া সুগরা অনন্যা

পূর্ব কঙ্গোর একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে জন্ম নেন নিমা নামাদামু। সে গ্রামে শিক্ষা ছিল সোনার হরিণ। তার পেছনে ছুটে নানা প্রতিকূলতা পার করে শিক্ষাজীবন শেষ করেন নিমা। এরপর সরকারি চাকরি করেন তিনি। তবে ২০১২ সালে সেই চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন কঙ্গোর নারীদের সক্ষমতা ও ক্ষমতায়নের আন্দোলন। ‘মমন সুজা’ (হিরো উইমেন) ও ‘হিরো উইমেন রাইজিং’ নামের দুটি আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। কিন্তু কেন এই আন্দোলন?

২০১২ সালে নিমার ২৫ বছর বয়সী কন্যাকে সরকারি সৈন্যরা নির্মমভাবে আক্রমণ করেছিল। সে ঘটনা তাঁকে ক্ষুব্ধ করে তুললেও প্রতিশোধপরায়ণ করে তোলেনি। নিমা ভেবেচিন্তে ফলপ্রসূ সিদ্ধান্ত নেওয়াকে গুরুত্ব দিয়েছিলেন। এই প্রতিবাদের অংশ হিসেবে গড়ে তুলেছিলেন সিনার্জি অব কঙ্গোলিজ উইমেন্স অ্যাসোসিয়েশন। এটি এমন একটি ফোরাম, যা শান্তি ও নারী অধিকারের জন্য কাজ করে। এর মাধ্যমে নারীদের অধিকারের জন্য লড়াই করা এনজিওগুলো একত্র হয়ে তাদের আন্দোলনের নাম দেয় ‘মামান সুজা’।

নিমার সংগঠন শিক্ষা ও প্রযুক্তি ব্যবহার করে নারীদের প্রতিবাদকে বেগবান করে এবং অধিকারের পক্ষে কথা বলতে শেখায়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সদস্যরা যৌন সহিংসতা থেকে শান্তি এবং স্বাধীনতার জন্য লড়াই করছেন। একপর্যায়ে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আন্তর্জাতিক স্বীকৃতি পায়। শুধু নারীদের জন্য নয়, নিমা কাজ করেছেন পরিবেশের জন্য। নিমা দামুর নেতৃত্বে অবৈধ কাঠ কাটা বন্ধ হয়। পুরোনো বর্ধিত বন সংরক্ষণ সম্পর্কে প্রচার করে সে সম্পর্কে জনগণকে সচেতন করেছিলেন তিনি।

পোলিও আক্রান্ত নিমার কাজ করার ক্ষেত্রে কোনো কিছুই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। শিশুকাল থেকে ক্র্যাচ নিয়ে চলাফেরা করেন নিমা। এরপরও তিনি তাঁর জাতিগত গোষ্ঠীর প্রতিবন্ধী প্রথম নারী, যিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। ছিলেন সংসদ সদস্য এবং দেশটির জেন্ডার ও পরিবারমন্ত্রীর উপদেষ্টা।

নিমা আফ্রিকা অঞ্চলের অন্যতম প্রভাবশালী নারী। তাঁর কাজ ও সংগঠন বিভিন্নভাবে নারীদের, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ও পরিবেশের জন্য কাজ করে। ২০১৮ সালে তিনি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ইন্টারন্যাশনাল উইমেন্স ফোরাম থেকে মেরেডিথ ম্যাক্রেই এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পান। ২০২৩ সালে বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নেন।

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ

ক্ষত আর স্বপ্ন নিয়ে নতুন ভোরের অপেক্ষায় নারীরা

বইকে বেঁচে থাকার শক্তি হিসেবে দেখাতে চান দিয়া

সৌন্দর্যশিল্পের মুকুটহীন সম্রাজ্ঞী এলিজাবেথ আরডেন

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প