হোম > নারী

খুচরা বিক্রয়ে ক্যারিয়ার গড়ছেন শামীমারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাহাড়ঘেরা ছোট্ট শহর খাগড়াছড়িতে বেড়ে ওঠা শামীমা পারভীনের। মা-বাবা আর চার ভাইবোনের পরিবারে সবার ছোট ছিলেন তিনি। সে জন্য শৈশব থেকে সবার আদরে বড় হচ্ছিলেন শামীমা। নির্ঝঞ্ঝাট জীবন ছিল তাঁর। কিন্তু করোনাকালে সেই জীবনটাই হঠাৎ বদলে গেল।

শামীমার বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। মধ্যবিত্ত পরিবারে শুরু হলো আর্থিক অনটন। শামীমা তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সাহায্য করার তাগিদ অনুভব করছিলেন ভেতর থেকে। শামীমা বলেন, ‘নিজেকে বাড়তি বোঝা মনে হতো। খুব করে চাইতাম পরিবারের পাশে দাঁড়াতে। কিন্তু কিছুই করার ছিল না আমার।’

উচ্চমাধ্যমিকের পর ঢাকায় এসে চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় সিভি জমা দিতে শুরু করেন শামীমা। কিন্তু অভিজ্ঞতা না থাকায় কোথাও চাকরি হচ্ছিল না। সিভি আর ইন্টারভিউ দিতে দিতে যখন হয়রান, তখন ব্র‍্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিপি) অধীনে খুচরা খাত তথা রিটেইল সেক্টরবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের খোঁজ পান শামীমা। দুই মাস সেখানে বিক্রয়কর্মী হিসেবে প্রশিক্ষণ নেন। সেখান থেকেই দেশের বিভিন্ন রিটেইল শপে শামীমার সিভি পাঠানো হয়। বর্তমানে বনশ্রীর ‘আর্টিসান’ ফ্যাশন ব্র্যান্ডের আউটলেটে কর্মরত আছেন শামীমা। পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। শামীমার মতো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হাজারো তরুণ-তরুণী দেশের রিটেইল সেক্টরে যুক্ত হচ্ছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

২০২০ সাল থেকে খুচরা বিক্রয় বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে ব্র্যাক। এই কার্যক্রমে দুই মাসের প্রশিক্ষণ নিয়ে সাড়ে চার হাজারের বেশি বেকার বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণ-তরুণী, প্রতিবন্ধী ব্যক্তি চাকরি পেয়েছেন।

দেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে খুচরা খাত অন্যতম। দেশের ৬০ লাখের বেশি মানুষ এ খাতে কর্মরত। এ খাতে তরুণদের দক্ষ করে তুলতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে প্রশিক্ষণের ব্যবস্থা করে ব্র্যাক। এটি বাংলাদেশের প্রথম খুচরা বিক্রয় প্রশিক্ষণ মডিউল, যা সরকারের স্বীকৃতি অর্জন করেছে। তিন বছরে এখানে প্রশিক্ষণ পেয়েছেন ৫ হাজার ৪০০ জন। যাঁদের ৬০ শতাংশ নারী এবং ৬ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি।

বিশ্বসাহিত্য কেন্দ্রে সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’র আয়োজন

‘৫ শতাংশের বেশি নারী প্রার্থী দিতে চেয়েছিলেন তারেক রহমান’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

ভুলে যাওয়া এক নারী মেরিনা নেমত

আফ্রিকার লৌহমানবী সিরলিফ

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের