হোম > নারী

সন্ন্যাসিনী কবি জুয়ানা

ডেস্ক রিপোর্ট

মেক্সিকো সিটি থেকে ৮০ কিলোমিটার দূরে সান মিগুয়েল নেপান্তলা শহর। সেই শহরে জন্মেছিলেন জুয়ানা দে আসুয়াজে ই রামিরেজ দে সান্তিলানা। তবে তিনি পরিচিত ছিলেন জুয়ানা ইনেস দে লা ক্রুজ নামে। জুয়ানা ছিলেন স্প্যানিশ উপনিবেশের প্রধান কবি। একাধারে তিনি ছিলেন একজন দার্শনিক ও সুরকার। আর জীবন যাপন করেছেন একজন সন্ন্যাসিনী হিসেবে।

স্প্যানিশ স্বর্ণযুগের কবিদের মধ্যে, এমনকি বর্তমানেও জুয়ানাকে অন্যতম কবি হিসেবে বিবেচনা করা হয়। স্প্যানিশ ও মেক্সিকান সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মনে করা হয় তাঁকে। জুয়ানার কাজগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ গীতিকবিতা সবচেয়ে বেশি পরিচিত। তাঁর উল্লেখযোগ্য লেখা হলো দীর্ঘ কবিতা প্রাইমরো সুয়েনো বা প্রথম স্বপ্ন, অসংখ্য সনেট এবং ভিলানসিকোস, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ নাটক এবং আত্মজীবনীমূলক প্রবন্ধ। সতেরো শতকের স্প্যানিশ ঔপনিবেশিক মেক্সিকো নিউ স্পেন নামে পরিচিত ছিল। সেটি ছিল পুরোদস্তুর পুরুষশাসিত সমাজ।

হিস্পানিক ঐতিহ্য এবং রোমান ক্যাথলিক চার্চ আরোপিত কিছু বিধিনিষেধকে অস্বীকার করে লেখালেখি করেন জুয়ানা। ফলে তিনি হয়ে ওঠেন স্প্যানিশ সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য লেখকদের একজন। ২০ বছরের বেশি সময় ধরে সাহিত্যচর্চা চালিয়ে যান তিনি। কিন্তু মৃত্যুর কিছুকাল আগে তাঁকে কিছুটা নীরব হয়ে যেতে বাধ্য করা হয়েছিল।

জুয়ানা একুশ বছর শিক্ষকতা করেছেন। তাঁর জন্ম সাল নিয়ে বিতর্ক থাকলেও তিনি ১৬৯৫ সালের ১৭ এপ্রিল ৪৬ বছর বয়সে মারা যান ।

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি

অধিকারের পক্ষে মার্থার লড়াই

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি

জটিল প্রক্রিয়ার কারণে অনলাইনে হয়রানির শিকার হয়েও অভিযোগ করতে পারেন না নারীরা

ঐতিহ্য পুনরুদ্ধারে শাহেলীর লড়াই

১১ মাসে নির্যাতনের শিকার ২,৫৪৯ নারী ও কন্যাশিশু