হোম > নারী

ঝুঁকিতে প্রায় ১০ লাখ নারী

ডেস্ক রিপোর্ট

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঝুঁকির মুখে রয়েছেন উপকূলীয় ৬ জেলার প্রায় ১০ লাখ নারী। এ ছাড়া রিমালে উপদ্রুত ১০টি জেলায় প্রায় সাড়ে ১১ হাজার অন্তঃসত্ত্বা নারী ঝুঁকির মধ্যে রয়েছেন। দেশের উপকূলীয় অঞ্চলের ৮৪ লাখের বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। গুরুতর ঝুঁকিতে রয়েছে প্রায় ৩২ লাখ শিশু। গত ২৭ মে ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।  

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে সাড়ে ৩৭ লাখের বেশি মানুষ রিমালের তাণ্ডবের শিকার। দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময়ে ধরে চলা এই ঝড়ে ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ছয়টি জেলা বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ঝুঁকিতে থাকা জনপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে খুলনা জেলার কয়রা উপজেলা। সেখানে ৭০ হাজার ৭৯ জন নারী ঝুঁকির মুখে রয়েছেন বলে জানিয়েছে ইউনিসেফ। মধ্যম ঝুঁকির মধ্যে রয়েছে বরগুনা সদর, পটুয়াখালীর কলাপাড়া, বাগেরহাটের মোংলা ও শরণখোলা, খুলনার দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। 

ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে প্রায় দেড় লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। এ  ছাড়া তলিয়ে গেছে সুপেয়  পানির উৎসগুলো।

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ

ক্ষত আর স্বপ্ন নিয়ে নতুন ভোরের অপেক্ষায় নারীরা

বইকে বেঁচে থাকার শক্তি হিসেবে দেখাতে চান দিয়া

সৌন্দর্যশিল্পের মুকুটহীন সম্রাজ্ঞী এলিজাবেথ আরডেন

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি