হোম > নারী

ফার্মাকোলজিতে সফল নারীরা

ফিচার ডেস্ক 

প্রতিবছরের ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদ্‌যাপিত হয়। ওষুধ উৎপাদন এবং ঔষধ প্রশাসনের সঙ্গে নারীদের চলাফেরার শুরু উনিশ শতক থেকে। এখন চিকিৎসক থেকে শুরু করে ফার্মাসিস্ট—সব ক্ষেত্রেই রয়েছে নারীদের বিচরণ।

১৮৬৮ সালে যুক্তরাজ্যের ফার্মাসি আইনে ফার্মাসিস্ট ও ড্রাগিস্টদের ফার্মাসিউটিক্যাল সোসাইটি অব গ্রেট ব্রিটেনের সঙ্গে কাজ করার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল। ১৮৬৯ সালে ২২৩ জন নারী প্রথম সেই বাধ্যতামূলক নিবন্ধন করেছিলেন।

তাঁরা ১৮৬৮ সাল থেকেই এ কাজে নিয়োজিত ছিলেন। তবে শিক্ষার সীমিত সুযোগ থাকায় তাঁরা তাঁদের পিতা বা স্বামীর ব্যবসার ওপর নির্ভরশীল ছিলেন। রেজিস্ট্রারে অন্তর্ভুক্তির পর নারীরা তাঁদের পুরুষ সহকর্মীদের পাশাপাশি সোসাইটির পরীক্ষা দিতে শুরু করেন। তা সত্ত্বেও তাঁরা পুরস্কার বা ফার্মাসিউটিক্যাল সোসাইটি অব গ্রেট ব্রিটেনের রাসায়নিক গবেষণাগারে কাজ করার সুযোগ পেতেন না।

যুক্তরাজ্যের ফ্রান্সিস এলিজাবেথ ডেকন ছিলেন প্রথম নারী, যিনি ১৮৬৯ সালে ফার্মাসি অনুশীলনের জন্য পরিকল্পিত পরিবর্তিত পরীক্ষায় উত্তীর্ণ হন। আর রসায়নবিদ এবং ড্রাগিস্ট হিসেবে যোগ্যতা অর্জনকারী প্রথম নারী ছিলেন অ্যালিস ভিকারি। যিনি পাঁচ বছর পরে সোসাইটির মাইনর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আর ডাচদের মধ্যে প্রথম নারী ফার্মাকোলজিস্ট নেদারল্যান্ডসের শার্লট জ্যাকবস।

তবে শুরুর দিকে  ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে সক্ষম হওয়া সত্ত্বেও ফার্মাসিউটিক্যাল সোসাইটি অব গ্রেট ব্রিটেনে নারীদের কোনো অধিকার ছিল না। তাই পেশার নিয়ন্ত্রণে তাঁদের কোনো ভূমিকাও ছিল না।

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি

অধিকারের পক্ষে মার্থার লড়াই

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি

জটিল প্রক্রিয়ার কারণে অনলাইনে হয়রানির শিকার হয়েও অভিযোগ করতে পারেন না নারীরা

ঐতিহ্য পুনরুদ্ধারে শাহেলীর লড়াই

১১ মাসে নির্যাতনের শিকার ২,৫৪৯ নারী ও কন্যাশিশু