হোম > নারী

কন্যাশিশুর নিরাপত্তায় গঠিত হবে রেসপন্স টিম: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, কন্যাশিশুদের নিরাপত্তায় তরুণ প্রতিনিধিদের নিয়ে সারা দেশে র‍্যাপিড রেসপন্স টিম গঠন করা হবে। জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। 

উপদেষ্টা বলেন, প্রত্যেকটি টিম কেন্দ্রীয়ভাবে হবে। এখানে প্রশাসন, পুলিশ, আইনজীবী, কাউন্সিলর এবং তরুণ সমাজের উপস্থিতি থাকবে। 

শিশু-কিশোরদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা লেভেলে আমরা তোমাদের কাছে আসব। আমরা যে করেই হোক মেয়েদের ওপরে নির্যাতনটা কমিয়ে আনব। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। আমি আমার সরকারকে বলব, রাষ্ট্র হোক বাচ্চাদের জন্য।’ 

আজ সকালে শিশু একাডেমিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা করা হয়। এর উদ্বোধন করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘কন্যাশিশুর প্রতি বঞ্চনা এবং নারীর প্রতি বঞ্চনার অবসান ঘটাতে হবে। এই প্রত্যয় নিয়ে আমাদের এগোতে হবে।’ 

শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি এদিন শিশু একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় ৷ এতে শিশু একাডেমিতে প্রশিক্ষণার্থী শিশুরা অংশ নেয়।

দিলরুবা হক মিলি: বনরক্ষী এক নারীর গল্প

অতীতের আলো, বর্তমানের অন্ধকার

জন্মনিবন্ধন করতে বাবার এনআইডি বা তথ্য বাধ্যতামূলক নয়

নারী আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে হিজাব, নিরাপত্তা নাকি প্রথা

পরিবেশ নিয়ে সরব দুই অভিনেত্রী

বিস্মৃত ছবিতে সামনে এল ব্রিটিশবিরোধী আন্দোলনে নারীদের নেতৃত্ব

‘সচেতনতার অভাব ও সামাজিক কাঠামোর বৈষম্য নারীদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে’

‘নারীর সাফল্য অনেক পুরুষকে শঙ্কিত করে, এই শঙ্কাই সহিংসতা বাড়িয়ে দিচ্ছে’

রীমার ‘আয়নাবিবির গহনা’

শ্বশুর-শাশুড়ি বা অন্য কেউ স্বামীর হয়ে তালাক দিতে পারেন না