হোম > নারী

ইউজিসিতে মহিলা পরিষদের ছয় দফা সুপারিশ

ফিচার ডেস্ক 

বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ছয় দফা সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত সোমবার সংগঠনটি এই সুপারিশপত্র জমা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করাসহ এসব ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। 

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে দেখা করে এ সুপারিশপত্র হস্তান্তর করে। 

বাংলাদেশ মহিলা পরিষদের ছয়টি সুপারিশের মধ্যে প্রথমটি হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে প্রতিটি অনুষদে কমিটি গঠন করা। অন্য তিনটি সুপারিশ করা হয়েছে ২০০৯ সালের হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে। সেগুলো হলো, রায়ের নির্দেশনায় যেসব বিষয়কে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা আছে, সেগুলো শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভায় আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধির যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সেই নির্দেশনার বিষয়গুলো যুক্ত করা এবং এ ধরনের ঘটনার জন্য অভিযোগ কমিটি গঠন ও কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা।

এ ছাড়া অন্য দুটি সুপারিশ হলো, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করা এবং সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ

ক্ষত আর স্বপ্ন নিয়ে নতুন ভোরের অপেক্ষায় নারীরা

বইকে বেঁচে থাকার শক্তি হিসেবে দেখাতে চান দিয়া

সৌন্দর্যশিল্পের মুকুটহীন সম্রাজ্ঞী এলিজাবেথ আরডেন

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি