হোম > নারী

ইউজিসিতে মহিলা পরিষদের ছয় দফা সুপারিশ

ফিচার ডেস্ক 

বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ছয় দফা সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত সোমবার সংগঠনটি এই সুপারিশপত্র জমা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করাসহ এসব ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। 

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে দেখা করে এ সুপারিশপত্র হস্তান্তর করে। 

বাংলাদেশ মহিলা পরিষদের ছয়টি সুপারিশের মধ্যে প্রথমটি হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে প্রতিটি অনুষদে কমিটি গঠন করা। অন্য তিনটি সুপারিশ করা হয়েছে ২০০৯ সালের হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে। সেগুলো হলো, রায়ের নির্দেশনায় যেসব বিষয়কে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা আছে, সেগুলো শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভায় আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধির যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সেই নির্দেশনার বিষয়গুলো যুক্ত করা এবং এ ধরনের ঘটনার জন্য অভিযোগ কমিটি গঠন ও কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা।

এ ছাড়া অন্য দুটি সুপারিশ হলো, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করা এবং সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

রোকেয়াকে ‘মুরতাদ’ বলা রাবি শিক্ষকের অপসারণ চায় মহিলা পরিষদ

ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার

মোবাইল ফোনের ক্যামেরায় জীবনের গল্প

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

মোটরবাইকপ্রেমী নারীদের যাত্রা

কবি বাবার উদ্ভাবক কন্যা

জুলাই অভ্যুত্থানে বেগম রোকেয়া ছিলেন প্রেরণা হয়ে: নাহিদ ইসলাম

যৌনকর্মীদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিতের দাবি সংহতির

দিলরুবা হক মিলি: বনরক্ষী এক নারীর গল্প

অতীতের আলো, বর্তমানের অন্ধকার