হোম > নারী

এক মাসে নির্যাতনের শিকার ২৪৯ জন নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যানে উঠে এসেছে, গত মার্চ মাসে ২৪৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়।

 প্রতিবেদনে আরও জানা যায়, মার্চ মাসে নির্যাতনের শিকার হওয়া নারীদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৭ জন কন্যাসহ ৫৪ জন। তার মধ্যে ৫ জন কন্যাসহ ১০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ৫ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এ ছাড়া নিপীড়নের শিকার হয়েছেন ৭ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৬ জন কন্যাসহ ৭ জন। এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৩ জন কন্যাসহ ৪টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৩ জন। এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন কন্যাসহ ৪৩ জন। ১ জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৬ জন কন্যাসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। ৬ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে মার্চ মাসে। ৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ জন কন্যাসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। এ ছাড়া ২ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। ৯ জন কন্যাসহ ১১ জন অপহরণের শিকার হয়েছেন এবং ১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন। ২ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন মার্চ মাসে। ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া সে মাসে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৬টি। 

বিশ্বসাহিত্য কেন্দ্রে সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’র আয়োজন

‘৫ শতাংশের বেশি নারী প্রার্থী দিতে চেয়েছিলেন তারেক রহমান’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

ভুলে যাওয়া এক নারী মেরিনা নেমত

আফ্রিকার লৌহমানবী সিরলিফ

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের