হোম > নারী

অধিকার আদায়ে লড়াকু জুডি

ডেস্ক রিপোর্ট, ঢাকা

আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন প্রতিবন্ধী অধিকারকর্মী জুডিথ এলেন হিউম্যান। তিনি জুডি নামেই বিখ্যাত ছিলেন। তিনি মাদার অব দ্য ডিজঅ্যাবিলিটি রাইটস মুভমেন্ট নামে পরিচিত। তিনি ১৮ মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন।

ভবনে আগুন লাগলে তিনি নিজে এবং তাঁর শিক্ষার্থীদের ভবন থেকে বের করতে পারবেন না—এই অজুহাতে ১৯৭০ সালে নিউইয়র্কে তাঁর শিক্ষকতার লাইসেন্স বাতিল করা হয়। তিনি এই বৈষম্যের কারণে শিক্ষা বোর্ডের বিরুদ্ধে মামলা করে জিতে গেলে তাঁকে লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়।

নিউইয়র্ক সিটিতে শিক্ষকতা করা প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী ছিলেন জুডি। তাঁর আন্দোলন ১৯৭০ সাল থেকে মানবাধিকার আইন এবং প্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য উপকারী নীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। প্রতিবন্ধী পরিষেবা বিভাগের জন্য নিউইয়র্ক শহরের প্রথম পরিচালক হিসেবে জুডিকে নিযুক্ত করেছিলেন ওয়াশিংটন ডিসির মেয়র অ্যাড্রিয়ান ফেন্টি।

বিল ক্লিনটন ও বারাক ওবামা প্রশাসনে পুনর্বাসন পরিষেবা বিভাগে এবং স্টেট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক প্রতিবন্ধী অধিকারের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেন জুডি। এ ছাড়া তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিবন্ধিতা ও উন্নয়নবিষয়ক প্রথম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। 

জুডির জন্ম ১৯৪৭ সালের ১৮ ডিসেম্বর ফিলাডেলফিয়ায়। তবে তিনি বড় হন ব্রুকলিনে। ১৯৭৫ সালে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর হন। ২০২৩ সালের ৪ মার্চ ওয়াশিংটন ডিসিতে মারা যান জুডিথ এলেন হিউম্যান।

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি

অধিকারের পক্ষে মার্থার লড়াই

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি

জটিল প্রক্রিয়ার কারণে অনলাইনে হয়রানির শিকার হয়েও অভিযোগ করতে পারেন না নারীরা

ঐতিহ্য পুনরুদ্ধারে শাহেলীর লড়াই

১১ মাসে নির্যাতনের শিকার ২,৫৪৯ নারী ও কন্যাশিশু