হোম > নারী

অধিকার আদায়ে লড়াকু জুডি

ডেস্ক রিপোর্ট, ঢাকা

আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন প্রতিবন্ধী অধিকারকর্মী জুডিথ এলেন হিউম্যান। তিনি জুডি নামেই বিখ্যাত ছিলেন। তিনি মাদার অব দ্য ডিজঅ্যাবিলিটি রাইটস মুভমেন্ট নামে পরিচিত। তিনি ১৮ মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন।

ভবনে আগুন লাগলে তিনি নিজে এবং তাঁর শিক্ষার্থীদের ভবন থেকে বের করতে পারবেন না—এই অজুহাতে ১৯৭০ সালে নিউইয়র্কে তাঁর শিক্ষকতার লাইসেন্স বাতিল করা হয়। তিনি এই বৈষম্যের কারণে শিক্ষা বোর্ডের বিরুদ্ধে মামলা করে জিতে গেলে তাঁকে লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়।

নিউইয়র্ক সিটিতে শিক্ষকতা করা প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী ছিলেন জুডি। তাঁর আন্দোলন ১৯৭০ সাল থেকে মানবাধিকার আইন এবং প্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য উপকারী নীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। প্রতিবন্ধী পরিষেবা বিভাগের জন্য নিউইয়র্ক শহরের প্রথম পরিচালক হিসেবে জুডিকে নিযুক্ত করেছিলেন ওয়াশিংটন ডিসির মেয়র অ্যাড্রিয়ান ফেন্টি।

বিল ক্লিনটন ও বারাক ওবামা প্রশাসনে পুনর্বাসন পরিষেবা বিভাগে এবং স্টেট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক প্রতিবন্ধী অধিকারের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেন জুডি। এ ছাড়া তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিবন্ধিতা ও উন্নয়নবিষয়ক প্রথম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। 

জুডির জন্ম ১৯৪৭ সালের ১৮ ডিসেম্বর ফিলাডেলফিয়ায়। তবে তিনি বড় হন ব্রুকলিনে। ১৯৭৫ সালে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর হন। ২০২৩ সালের ৪ মার্চ ওয়াশিংটন ডিসিতে মারা যান জুডিথ এলেন হিউম্যান।

বিশ্বসাহিত্য কেন্দ্রে সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’র আয়োজন

‘৫ শতাংশের বেশি নারী প্রার্থী দিতে চেয়েছিলেন তারেক রহমান’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

ভুলে যাওয়া এক নারী মেরিনা নেমত

আফ্রিকার লৌহমানবী সিরলিফ

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের