হোম > নারী

গঙ্গাচড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ

ফিচার ডেস্ক

বাড়িতে হামলা হওয়ার পর এক নারীর আহাজারি। ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তারের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংগঠনটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানিয়েছে। পাশাপাশি অভিযুক্ত শিশুটির বিরুদ্ধে অভিযোগে যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়া নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি। ব্লাস্ট মনে করে, যেহেতু অভিযুক্ত একজন শিশু, তাই তার বিচার শিশু আইন, ২০১৩ এবং আন্তর্জাতিক শিশু অধিকার সনদের আলোকে হওয়া উচিত।

ব্লাস্ট ছাড়াও গঙ্গাচড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ বিষয়ে সংগঠনটি একটি বিবৃতি দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিত

ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগঠনটি বলেছে, ‘আমরা লক্ষ করলাম, মাত্র এক মাস আগে লালমনিরহাটে ধর্ম অবমাননার অজুহাতে বাবা-ছেলেকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে, রাজধানীর খিলক্ষেতে উগ্রবাদী গোষ্ঠীর আলটিমেটামের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে বুলডোজার দিয়ে মন্দির ভেঙে দেওয়া হয়েছে।’ বাংলাদেশ মহিলা পরিষদ এ ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, লালমনিরহাট ও খিলক্ষেতের সাম্প্রতিক ঘটনাগুলোর ধারাবাহিকতায় এই হামলাও পরিকল্পিত উগ্র সাম্প্রদায়িক অপতৎপরতার অংশ। সংগঠন দুটি মনে করে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়, নিরপেক্ষ ও কঠোর হতে হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি

জটিল প্রক্রিয়ার কারণে অনলাইনে হয়রানির শিকার হয়েও অভিযোগ করতে পারেন না নারীরা

ঐতিহ্য পুনরুদ্ধারে শাহেলীর লড়াই

১১ মাসে নির্যাতনের শিকার ২,৫৪৯ নারী ও কন্যাশিশু

শুধু চিঠিতে তালাক লিখে দিলেই তালাক সম্পূর্ণ হয় না

আন্তর্জাতিক নারী: দেয়ালবন্দী জীবনেও প্রতিরোধের প্রদীপ

শান্তির পক্ষে স্যালি লিলিয়েন্থাল

রোকেয়াকে ‘মুরতাদ’ বলা রাবি শিক্ষকের অপসারণ চায় মহিলা পরিষদ

ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার

মোবাইল ফোনের ক্যামেরায় জীবনের গল্প