হোম > নারী

চীনের নারী মহাকাশচারী

ফিচার ডেস্ক

ওয়াং হাওজ। ছবি: সংগৃহীত

কাজের মাধ্যমে জীবনে বিস্ময়কর কোনো অভিজ্ঞতাকে অনুভব করতে পারে, এমন মানুষ আসলেই সৌভাগ্যবান। তেমনই একজন চীনের পরমাণু রকেটবিজ্ঞানী ওয়াং হাওজ। ওয়াং ইয়াপিং এবং লিউ ইয়াংয়ের পর ক্রুড স্পেস ফ্লাইটে তৃতীয় চীনা নারী তিনি। ওয়াং ইয়াপিং, লিউ ইয়াং—দুজনেই মহাকাশচারী হওয়ার আগে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে পরিবহন পাইলট হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সেই প্রশিক্ষণ ছিল না ওয়াংয়ের। আর তাই তিনি চীনের প্রথম বেসামরিক নারী মহাকাশচারীর মর্যাদা পেয়েছেন।

চায়নিজ গণমাধ্যমে বলা হয়েছে, ২০২০ সালে ওয়াং চীনের মহাকাশচারীদের তৃতীয় ব্যাচে নির্বাচিত হয়েছিলেন। তিনি চীনের একমাত্র নারী মহাকাশ ফ্লাইট ইঞ্জিনিয়ার।

ওয়াং হাজং বলেন, ‘আমি কখনো কল্পনা করিনি, একজন মহাকাশবিজ্ঞান এবং প্রযুক্তি পেশাদার হিসেবে মহাকাশচারী হওয়ার সুযোগ পাব। যখন সুযোগটি পেয়েছিলাম, অনুভব করেছি যে এটি মূল্যবান এবং অবিশ্বাস্য।’ ওয়াংয়ের ফ্লাইট পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না। তাঁর প্রথম সেন্ট্রিফিউজ পরীক্ষার সময় শ্বাস নিতে কষ্ট হতো। কিন্তু অধ্যবসায় এবং ক্রমাগত প্রশিক্ষণের পর তিনি শেনঝো-১৯ মিশনের ক্রু সদস্য হিসেবে উত্তীর্ণ হন।

ওয়াংয়ের জন্ম উত্তর চীনের হেবেই প্রদেশে। মাঞ্চু বংশোদ্ভূত এই নারী চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের অধীনে একাডেমি অব অ্যারোস্পেস প্রোপালশন টেকনোলজিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

‘৫ শতাংশের বেশি নারী প্রার্থী দিতে চেয়েছিলেন তারেক রহমান’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

ভুলে যাওয়া এক নারী মেরিনা নেমত

আফ্রিকার লৌহমানবী সিরলিফ

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ