গ্রামে ঢোকার পথে একটা বিশাল ফটক। তার ওপর বড় করে লেখা ‘জিন ওয়ার’। সেই ফটকের দুই পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন একদল নারী। এই পাহারা মূলত আইএস জঙ্গিদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য। তবে পুরুষদের জন্যও এই গ্রামে গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর–পূর্ব অঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকার জিন ওয়ার গ্রামে পুরুষ থাকার অনুমতি নেই। সে গ্রামের সব বাসিন্দাই নারী। সিরিয়ার বিভিন্ন অঞ্চলের নির্যাতিত নারীরা পুনর্বাসিত হয়েছেন জিন ওয়ার নামের সেই গ্রামটিতে। তাঁরা কেউ কেউ আইএস জঙ্গিদের হাতে দীর্ঘদিন যৌনদাসী হয়ে অত্যাচারিত হয়েছেন। কেউ জঙ্গি হামলায় হারিয়েছেন স্বামী–সন্তান। কেউবা দিনের পর দিন ধর্ষিত হয়ে সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন।
আশার কথা হলো, সমস্ত নির্যাতন–অত্যাচারকে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন এই নারীরা। নিজেদের সুরক্ষার জন্য হাতে তুলে নিয়েছেন অস্ত্র। সব বাধা ছিন্ন করে পৃথক হয়েছেন পুরুষদের কাছ থেকে। ২০১৮ সালের শেষের দিকে সিরিয়ার উত্তর–পূর্ব অঞ্চলের প্রত্যন্ত আল–দিরবাসিয়েহের পাশের গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল জিন ওয়ার নামের গ্রামটি। কুর্দি ভাষায় জিন অর্থ নারী এবং ওয়ার অর্থ স্থান বা জায়গা। পুরুষ বিবর্জিত বলে সে গ্রামের নাম হয়েছে ‘জিন ওয়ার’।
তবে সে গ্রামটি যে শুধু বিধবা বা তালাকপ্রাপ্ত বা পুরুষের সঙ্গে থাকতে না চাওয়া নারীদের জন্য– তেমনটা নয়। জিন ওয়ার গ্রাম এক কথায় মেয়েদের মুক্ত ভাবে বাঁচার গ্রাম। এখন বিভিন্ন গ্রাম থেকে পুরুষদের নিপীড়নে অতিষ্ঠ হয়ে পড়া নারীরাও এসে বসবাস করেন গ্রামটিতে।
জিন ওয়ার পার হলেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সীমানা। আইএস জঙ্গিদের মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণে যেন শ্মশান হয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট দেশটি। এরই মধ্যে একদল নারী প্রতিষ্ঠা করে ফেলেছেন একটি সুরক্ষিত গ্রাম। অস্ত্র হাতে তুলে নিয়ে হটিয়ে দিয়েছেন জঙ্গিদের। জিন ওয়ার গ্রামটি যেন দুর্দান্ত এক চপেটাঘাত করেছে যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন ভাবে অত্যাচারের সঙ্গে যুক্ত পুরুষতান্ত্রিক সমাজের প্রাগৈতিহাসিক গালে।
নারীরা যে চাইলেই যেকোনো বাধা ডিঙাতে পারে তা প্রমাণ করেছেন জিন ওয়ারের নারীরা। সুন্দর ভবিষ্যতের জন্য তাই এখন শুধু সেখানকার নারীদের মনস্তত্ত্বের নিয়মিত পর্যালোচনা প্রয়োজন বলে মনে করেন মনোবিজ্ঞানী জুয়ানা বারাকাত।
সিরিয়ান ফিমেল জার্নালিস্টস নেটওয়ার্ক–এ প্রকাশিত নিবন্ধ থেকে অনূদিত