হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

এই প্রথম ব্যবহারকারী কমল ফেসবুকের

প্রযুক্তি ডেস্ক

১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের। ফেসবুকের মূল কোম্পানি মেটা নেটওয়ার্ক এমনটি জানিয়েছে ।

এর আগে গত বছরের শেষ তিন মাসে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৯৩ কোটি থেকে কমে গিয়ে ১৯২ কোটিতে এসে দাঁড়িয়েছে। এ খবর চাউর হওয়ার পর গতকাল বুধবার মেটার শেয়ারের দাম ২০ শতাংশ কমে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেটার শেয়ারের দাম এর স্টক মার্কেট ভ্যালু থেকে ২০০ কোটি ডলার কমে গেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে বেশ মন্দা সময় পার করছে ফেসবুক। এমনকি রাজস্ব আয়ে টিকটক ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে চ্যলেঞ্জের মুখে পড়েছে বিশ্বের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। কারণ এর বিজ্ঞাপনদাতরাও অনেক ক্ষেত্রে ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে বিজ্ঞাপন থেকে এই প্ল্যাটফর্মের আয় আগের তুলনায় কমে গেছে।

মেটা বলেছে, অ্যাপল ইনকরপোরেশনের গোপনীয়তা নীতি পরিবর্তনের কারণেই তারা এই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ফলে ব্র্যান্ডগুলোর জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের বিজ্ঞাপন দেওয়া কঠিন হয়ে গেছে।

তবে এই মন্দা অবস্থার জন্য প্রতিষ্ঠাটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, তরুণ ব্যবহারকারীরা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে বেশি ঝুঁকে যাওয়ার কারণেই তাঁদের এই মন্দার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

পরবর্তী প্রান্তিকে মেটার রাজস্ব ২৭ বিলিয়ন থেকে ২৯ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও কম।

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক