হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট লিংক কেন ও কীভাবে করবেন

আজকের পত্রিকা ডেস্ক­

ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লিংক করার জন্য ইনস্টাগ্রামের ক্রসপোস্টিং ফিচারটি ব্যবহার করতে হবে। ছবি: ফেডিসিয়া

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের তালিকায় রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। উভয় মাধ্যমই মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের মালিকানাধীন হওয়ায় ব্যবহারকারীরা চাইলে এই দুটি অ্যাকাউন্ট পরস্পরের সঙ্গে লিংক বা যুক্ত করতে পারেন।

এভাবে লিংক করার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য যেমন সময় সাশ্রয় করে, তেমনি কনটেন্ট ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ব্যবস্থাপনাকে করে আরও সহজ।

লিংকের সুবিধাসমূহ

একটি পোস্ট, দুটি প্ল্যাটফর্মে: ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলে তা একসঙ্গে ফেসবুকেও প্রকাশ করা যাবে।

ব্যবসার জন্য সুবিধা: ব্র্যান্ড বা ব্যবসার পেজ পরিচালনা করলে কনটেন্ট শেয়ারিং ও বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ হয়।

ক্রস-প্ল্যাটফর্ম মেসেজিং: ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারে মেসেজ একত্রিত করা যায়, ফলে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা সহজ হয়।

ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট লিংক করবেন যেভাবে

ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লিংক করার জন্য ইনস্টাগ্রামের ক্রসপোস্টিং ফিচারটি ব্যবহার করতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. ইনস্টাগ্রাম চালু করুন।

২. এরপর ডান দিকে নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।

৩. প্রোফাইল পেজের ডান পাশের থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।

৪. এখন নিচের দিকে স্ক্রল করে ‘ক্রসপোস্টিং’ অপশনে ট্যাপ করুন।

৫. এবার ফেসবুক অপশনের পাশে থাকা ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।

৬. এবার ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।

৭. এরপরের পেজে থাকা ‘অ্যালাউ অ্যান্ড ফিনিশিং’ বাটনে ট্যাপ করুন।

এখন ইনস্টাগ্রামের কোন কোন কনটেন্ট ফেসবুকে পোস্ট করতে চান, তা নির্বাচন করুন। এ জন্য পোস্ট, স্টোরি ও রিলসের পাশে থাকা টগল বাটনটি ট্যাপ করে চালু করে দিন। এভাবে একই কনটেন্ট একই সঙ্গে দুই প্ল্যাটফর্মে পোস্ট হবে।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী