হোম > জীবনধারা > নো হাউ

ফেসবুক গ্রুপের সদস্যদের জন্য নিয়ম-কানুন সেট করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ফেসবুক গ্রুপের নিয়ম সেট করতে হলে আপনাকে অবশ্যই সেই গ্রুপের অ্যাডমিন হতে হবে। ছবি: পেনসিল

বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক গ্রুপ একটি শক্তিশালী অনলাইন কমিউনিটি গঠনের মাধ্যম হয়ে উঠেছে। ব্যক্তিগত, পেশাগত বা শখের কারণে গঠিত এই গ্রুপগুলো তথ্য বিনিময়, আলোচনা ও মতামত আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একটি সফল ও সুসংগঠিত ফেসবুক গ্রুপ পরিচালনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

গ্রুপের সদস্যরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, অপ্রাসঙ্গিক বা ক্ষতিকর পোস্ট না করেন এবং একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখেন—এ জন্য নিয়মাবলি অত্যন্ত কার্যকর। এই নিয়মগুলো শুধু সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করে না, বরং গ্রুপ অ্যাডমিনদেরও সুশৃঙ্খলভাবে গ্রুপ পরিচালনায় সহায়তা করে। সঠিকভাবে গঠিত নিয়ম একটি গ্রুপকে দীর্ঘ মেয়াদে সক্রিয় ও প্রাসঙ্গিক রাখতে সাহায্য করে।

ফেসবুক গ্রুপের নিয়ম সেট করতে হলে আপনাকে অবশ্যই সেই গ্রুপের অ্যাডমিন হতে হবে। এই নিয়মগুলো সেট করার পর পরে প্রয়োজন অনুসারে সেগুলো এডিটও করা যাবে। ফেসবুক গ্রুপে নিয়ম সেট করলে সেই নিয়মগুলো গ্রুপে অ্যাড হওয়ার রিকোয়েস্ট দেওয়ার সময় নতুন সদস্যরা তা দেখতে পারেন।

ফেসবুক গ্রুপের নিয়ম সেট করবেন যেভাবে

১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক চালু করুন।

২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এটি আইফোনের ক্ষেত্রে নিচের দিকে থাকবে।

৩. এখন ‘গ্রুপস’ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।

৪. গ্রুপের তালিকায় স্ক্রল করে বা নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন।

৫. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।

৬. গ্রুপ চালু হলে ওপরের দিকে ‘ম্যানেজ’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।

৭. এবার নিচের দিকে স্ক্রল করে ‘টুল শর্টকাটস’ সেকশন খুঁজে বের করুন।

৮. এখন এই সেকশনের নিচে থাকা ‘সি অল টুলস’ অপশনে ট্যাপ করুন।

৯. এবার ‘মডারেশন’ সেকশনের আওতায় থাকা ‘গ্রুপ রুলস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে গ্রুপের নিয়ম সেট করার জন্য একটি পেজ চালু হবে।

১০. এই পেজে ফেসবুকের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম আগে থেকেই থাকবে, যা আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে পারেন। অথবা নিজেই নিয়ম তৈরি করে তা সেট করতে পারেন।

ফেসবুকের পরামর্শ অনুযায়ী নিয়মগুলো সেট করার জন্য যেকোনো নিয়মের ওপর ট্যাপ করুন। এখন এই নিয়মের কিছু অংশ চাইলে এডিটও করতে পারেন। এরপর ওপরের ডান দিকে থাকা নেক্সট বাটনে ট্যাপ করতে হবে।

নিজের মতো করে নিয়ম সেট করার জন্য ‘গেট স্টার্টেড’ অপশনে ট্যাপ করুন। এবার ‘গ্রুপ রুলস সামারি’ অংশে নিয়মটির গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরুন। এরপর চাইলে ‘অ্যাডিশনাল রুলস ডিটেলস’ থেকে নিয়মটির জন্য অতিরিক্ত তথ্য যুক্ত করুন। এরপর ওপরের ডান দিকে থাকা নেক্সট বাটনে ট্যাপ করতে হবে।

১১. এভাবে আরেকটি নিয়ম যুক্ত করার জন্য নিচের দিকে থাকা ‘ক্রিয়েট আনাদার রুলস’ অপশনে ট্যাপ করুন।

১২. এরপর সব নিয়ম তৈরি হলে বাম পাশে থাকা ‘রিভিউ’ বাটনে ট্যাপ করুন।

১৩. এবার ‘পাবলিশ’ বাটনে ট্যাপ করুন।

এভাবে গ্রুপের জন্য প্রয়োজনীয় নিয়ম সেট করতে পারবেন।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী