হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রাম স্টোরিতে রিলস শেয়ার করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ইনস্টাগ্রাম স্টোরিতে খুব সহজেই রিলস শেয়ার করা যায়। ছবি: অ্যান্ড্রয়েড সেন্ট্রাল

শুধু ভালো রিলস তৈরি করলেই ইনস্টাগ্রামে লাইক, শেয়ার বা ফলোয়ার বাড়বে—এমনটি ভাবা ভুল হবে। কারণ আপনার কনটেন্ট সঠিক দর্শকদের চোখে পৌঁছালেই কেবল ভিউ বাড়বে। তবে রিলসের ভিউ বাড়াতে ইনস্টাগ্রামের আরেক জনপ্রিয় ফিচার ‘স্টোরি’ ব্যবহার করা যায়। রিলস স্টোরিতে শেয়ার করার মাধ্যমে আপনি যেমন নতুন দর্শকের নজরে আসতে পারেন, তেমনি আপনার রিলসের ভিউ আরও বেশি হবে। এ ছাড়া অন্য পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিলসও স্টোরিতে শেয়ার করা যাবে।

ইনস্টাগ্রাম স্টোরিতে খুব সহজেই রিলস শেয়ার করা যায়। অ্যান্ড্রয়েড, আইফোন বা ডেস্কটপ থেকে এ কাজটি করা সম্ভব।

ইনস্টাগ্রাম স্টোরিতে রিলস শেয়ার করবেন

১. ইনস্টাগ্রাম অ্যাপে গিয়ে যে রিলসটি শেয়ার করতে চান, তা খুঁজে বের করুন।

২. রিলসের নিচে থাকা কাগজের প্লেনের মতো আইকন (শেয়ার আইকন) ট্যাপ করুন।

৩. এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘অ্যাড টু স্টোরি’ বাটনে ট্যাপ করুন।

৪. এখন চাইল স্টোরিতে টেক্সট, স্টিকার, ডুডল বা অন্যান্য উপাদান যোগ করতে পারেন।

৫. এবার নিচের দিকে থাকা ‘ইউওর স্টোরি’ অপশনে ট্যাপ করলেই রিলসটি স্টোরি হিসেবে শেয়ার হবে।

যদি রিলসটি ১৫ সেকেন্ডের বেশি হয়, তাহলে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে একটি ‘ওয়াচ ফুল রিল’ নামে লিংক যোগ করে দেবে, যাতে দর্শকেরা পুরো ভিডিওটি দেখতে পারেন। তবে পাবলিক অ্যাকাউন্টের রিলস আপনার স্টোরিতে শেয়ার করা যাবে না।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী