ইনস্টাগ্রামে দৈনন্দিন জীবনের বিশেষ মুহূর্তগুলো শেয়ার করার জন্য এক জনপ্রিয় ফিচার হলো স্টোরি। ফিচারটি ব্যবহার করে স্বল্প সময়ের জন্য বন্ধু ও অনুসারীর সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করা যায়। তবে একই স্টোরিতে একাধিক ছবি যুক্ত করতে চান অনেকে। ইনস্টাগ্রামের টুলস দিয়ে কাজটি সহজে করা যায়। এর ফলে কেউ খুব সহজে একাধিক ছবি একত্রে সাজিয়ে সুন্দর স্টোরি তৈরি করতে পারেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে লোকেশন চালু করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।
৩. এর ফলে পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখা যাবে।
৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এবার বাঁ পাশের থাকা ‘গ্যালারি’ অপশনে ট্যাপ করুন।
৬. গ্যালারি থেকে একাধিক ছবি নির্বাচনের জন্য ওপরের ডান দিকে থাকা ‘মাল্টিপল’ (চারকোনা) বাটনে ট্যাপ করুন।
৭. এখন একাধিক ছবির ওপর ট্যাপ করে নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. পরের পেজে ‘লেআউট’ অপশনে ট্যাপ করুন।
৯. এবার সাধারণভাবে স্টোরি এডিট করে এবং টেক্সট ও স্টিকার যুক্ত করে স্টোরিটি তৈরি করুন।
১০. নিচের ডান দিকে থাকা তিরচিহ্নে ট্যাপ করলেই একাধিক ছবি-সংবলিত স্টোরিটি পোস্ট হয়ে যাবে।