হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুঁজে পাবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুব সহজেই খুঁজে পাওয়া যায়। ছবি: পেক্সেলস

ইনস্টাগ্রাম ব্রাউজ করতে গিয়ে অনেক সময়ই আমাদের নজরে আসে মজার, শিক্ষামূলক বা অনুপ্রেরণাদায়ক কিছু রিলস। এসব রিলস আমরা পরে দেখার জন্য সেভ করে রাখি। ব্যবহারকারীদের সুবিধার্থে সেভড রিলসগুলো আলাদা ফোল্ডারে সুন্দরভাবে গুছিয়ে রাখে ইনস্টাগ্রাম। তবে কিছুদিন পর সেই ভিডিওগুলো খুঁজে পেতে অসুবিধায় পড়েন অনেকেই।

ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এ ছাড়া সেভ করা রিলসগুলো চাইলে আনসেভও করা যায়।

ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুঁজে পাবেন যেভাবে—

১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

২. ডান দিকের নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবি ওপর ট্যাপ করুন। এর ফলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল চালু হবে।

৩. এখন ডান দিকের ওপরের দিকে থাকা ‘তিনটি আনুভূমিক লাইনে’ ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনু থেকে ‘সেভড’ আইকোনে ট্যাপ করুন।

৫. এরপর ‘অল পোস্টস’ ফোল্ডারে ট্যাপ করুন। এই ফোল্ডারে সেভ করা ইনস্টাগ্রামের সব পোস্ট দেখা যাবে।

৬. শুধু রিলসগুলো খুঁজে পাওয়ার জন্য ওপরের ডান দিকে থাকা ‘রিলস’ আইকোনে ট্যাপ করুন।

৭. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে সেভ করা সব রিলস দেখা যাবে। স্ক্রল করে পছন্দের যেকোনো রিলসের ওপর ট্যাপ করে সেটি পুনরায় দেখতে পারবেন বা চাইলে তা স্টোরিতে শেয়ার করতে পারবেন।

এই রিলস আবার কালেকশন বা বিষয়ভিত্তিক আকারে সেভও করে রাখতে পারবেন। এ জন্য এই পেজের ডান দিকের ওপরের দিকে থাকা তিন ডটে ট্যাপ করুন। এবার ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এবার কিছু রিলসের ওপর ট্যাপ করলেই তা নির্বাচিত হবে। এরপর নিচের দিকে থাকা ‘অ্যাড টু কালেকশন’ বাটনে ট্যাপ করুন। এবার পছন্দের কালেকশনে যুক্ত করুন।

কোনো রিলস অপ্রয়োজনীয় মনে হলেও একইভাবে ‘আনসেভ’ও করা যাবে। এ জন্য ওপরের পদ্ধতি অনুসরণ করতে হবে এবং ‘কালেকশন’ বাটনের জায়গায় শুধু আনসেভ বাটনে ট্যাপ করতে হবে।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী