হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রাম চ্যাটে ডাকনাম যুক্ত করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ডাকনাম ব্যবহার করে আপনি আপনার প্রিয়জনদের চ্যাট বিশেষভাবে চিহ্নিত করতে পারেন। ছবি: এফটিপি শপ

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের যোগাযোগের ধরনেও এসেছে ব্যাপক পরিবর্তন। আগে যেখানে বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য চিঠি বা ফোনই ভরসা ছিল, এখন সেখানে জায়গা করে নিয়েছে মেসেজিং অ্যাপগুলো। ইনস্টাগ্রাম সেসব অ্যাপের মধ্যে অন্যতম, যা শুধু ছবি শেয়ারিং নয়, চ্যাট করার মাধ্যম হিসেবেও অত্যন্ত জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনি চ্যাটে কাউকে একটি বিশেষ ডাকনাম (nickname) দিতে পারেন। ফিচারটি সম্পর্ককে আরও ঘনিষ্ঠ, ব্যক্তিগত ও মজার করে তোলে।

ডাকনাম ব্যবহার করে আপনি আপনার প্রিয়জনদের চ্যাট বিশেষভাবে চিহ্নিত করতে পারেন। ফলে অনেকগুলো চ্যাটের ভিড়ে পছন্দের ব্যক্তির চ্যাটটি সহজে চোখে পড়ে।

ইনস্টাগ্রামে ডাকনাম ব্যবহার করবেন যেভাবে

১. প্রথমেই ইনস্টাগ্রামের অ্যাপ খুলুন।

২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন।

৩. এবার যে ব্যক্তির ‘ডাকনাম’ দিতে চান, সেই চ্যাটথ্রেডের ওপর ট্যাপ করুন।

৪. ওপরের বাঁ দিকে থাকা ওই অ্যাকাউন্টের নামের ওপর ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৫. মেনু থেকে ‘নিকনেমস’ বাটনে ট্যাপ করুন।

৬. এবার যার নাম পরিবর্তন করে ডাকনাম রাখতে চান, সেই নামের ওপর ট্যাপ করুন। ফলে একটি ছোট মেনু চালু হবে।

৭. মেনু থেকে ‘নিকনেম’ অংশে পছন্দমতো ডাকনাম টাইপ করুন।

৮. এরপর ডান দিকে থাকা ‘ডান’ বাটনে ট্যাপ করুন। এভাবে চ্যাটথ্রেডে অপরজনের প্রোফাইল নামের পরিবর্তে ডাকনাম দেখা যাবে। কারও প্রোফাইল নাম পরিবর্তন করে ডাকনাম যুক্ত করা হলে, সেই ব্যক্তিও নামটি দেখতে পারবেন।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী