ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগপ্রক্রিয়া সহজ করার জন্য প্ল্যাটফর্মটিতে বেশ কিছু ফিচার রেখেছে মেটা। এর মধ্যে একটি হলো, শিডিউল মেসেজ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের বার্তা আগেই টাইপ করে নির্ধারিত তারিখ ও সময়ে পাঠাতে পারবেন। যাঁরা প্রায়ই বিশেষ দিনে কাউকে শুভেচ্ছা জানাতে ভুলে যান, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুবিধা।
ইনস্টাগ্রামের এই ‘শিডিউলড মেসেজ’ ফিচার অ্যান্ড্রয়েড ও আইফোন—উভয় স্মার্টফোনেই পাওয়া যায়।
স্মার্টফোন থেকে মেসেজ শিডিউল করবেন যেভাবে
১. প্রথমে ইনস্টাগ্রামে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন।
৩. যে চ্যাট থ্রেডের কোনো মেসেজ শিডিউল করতে চান, সেই থ্রেড চালু করুন।
৪. এবার মেসেজটি টাইপ করুন।
৫. ডান পাশে থাকা ‘সেন্ড’ (কাগজের প্লেনের মতো আইকন) বাটনে চেপে ধরে থাকুন।
৬. এর ফলে ‘শিডিউল মেসেজ’ নামে একটি নতুন প্যানেল খুলবে।
৭. এখানে আপনি যে তারিখ ও সময় নির্ধারণ করবেন, সে সময়েই বার্তাটি পাঠানো হবে।
৮. সময় সেট করার পর নিচে থাকা ‘সেন্ড’ বাটনে ট্যাপ করুন।
শিডিউল করা মেসেজ ম্যানেজ করবেন যেভাবে
যদি আপনি বার্তাটির সময় ভুল করে ফেলেন বা পাঠানোর আগেই কিছু পরিবর্তন করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. যে চ্যাট থ্রেডে বার্তাটি শিডিউল করেছেন, সেখানে যান।
২. টেক্সট বক্সের ওপরে থাকা ‘শিডিউল মেসেজ’ ব্যানারে ট্যাপ করুন।
৩. এরপর আপনার শিডিউল করা মেসেজটি দেখাবে। মেসেজটির ওপর চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুতে ‘নাউ’, ‘কপি’ বা ‘ডিলিট’ অপশন পেয়ে যাবেন।
বার্তাটি যদি সম্পাদনা করতে চান, তাহলে পুরোনো মেসেজ ডিলিট করে নতুন করে টাইপ করে আবার শিডিউল করতে হবে।