হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রাম স্টোরিতে লিংক যুক্ত করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ইনস্টাগ্রাম স্টোরিতে লিংক যুক্ত করা টেক্সট, স্টিকার যুক্ত করার মতোই সহজ। ছবি: বিবম

ব্যক্তিগত ব্র্যান্ডিং থেকে শুরু করে ব্যবসায়িক প্রচারণা—সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইনস্টাগ্রাম। যদি আপনি পণ্য বিক্রি করেন, ব্লগ লেখেন বা নিজের বানানো ভিডিও, গান কিংবা অন্য কোনো অনলাইন কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে ইনস্টাগ্রাম স্টোরিতে লিংক শেয়ার করা হতে পারে সহজ ও কার্যকর একটি উপায়।

ইনস্টাগ্রাম স্টোরিতে লিংক যুক্ত করা টেক্সট, স্টিকার যুক্ত করার মতোই সহজ। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই যেকোনো ওয়েবসাইট বা ভিডিওর লিংক স্টোরিতে যুক্ত করতে পারবেন। এই লিংকে ক্লিক বা ট্যাপ করলেই ফলোয়াররা সেখানে সরাসরি চলে যেতে পারবে।

ইনস্টাগ্রাম স্টোরিতে লিংক যুক্ত করবেন যেভাবে

১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।

২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।

৩. এর ফলে পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখা যাবে।

৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।

৫. এবার বাঁ পাশের নিচের দিকে থাকা ‘গ্যালারি’ অপশনে ট্যাপ করুন।

৬. ইনস্টাগ্রামের ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও তুলুন বা আপনার গ্যালারি থেকে একটি নির্বাচন করুন।

৭. এবার ওপরের মেনু থেকে ‘স্টিকার’ আইকনে ট্যাপ করুন।

৮. এখন ‘লিংক’ স্টিকারটি নির্বাচন করুন।

৯. যে ইউআরএলটি যোগ করতে চান তা টেক্সট বক্সে লিখুন।

১০. এখন ‘ডান’ অপশনে ট্যাপ করুন।

১১. লিংকের স্টিকারটি যেখানে রাখতে চান, সেখানে টেনে আনুন এবং আকার পরিবর্তন করুন।

১২. আপনি চাইলে স্টিকারের রং বা অন্য বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারেন।

১৩. এখন নিচের ডান দিকে থাকা তির চিহ্নে ট্যাপ করলেই লিংকসহ স্টোরিটি পোস্ট হয়ে যাবে।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী