ফলোয়ারদের সঙ্গে দৈনন্দিন জীবনের বিশেষ বা মজার মুহূর্তগুলো ভাগ করে নিতে ইনস্টাগ্রামে স্টোরি ফিচার ব্যবহার করেন অনেকেই। তবে স্টোরিগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে হারিয়ে যাওয়ার কারণে প্রোফাইলে এসব ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায় না। এই সমস্যার সমাধানও রয়েছে ইনস্টাগ্রামে।
স্টোরি পোস্টের ২৪ ঘণ্টা পর ইনস্টাগ্রাম স্টোরিগুলো আর্কাইভ ফোল্ডারে জমা হয়। সেই ফোল্ডার থেকেই পুরোনো স্মৃতিগুলো দেখে নিতে পারবেন।
ইনস্টাগ্রামের পুরোনো স্টোরিগুলো দেখবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে আর্কাইভ বাটনে ট্যাপ করুন।
৫. এর পরের পেজে সবগুলো স্টোরি দেখা যাবে।
এসব যেকোনো স্টোরির ওপর ট্যাপ করে সেগুলো আবার স্টোরি হিসেবে পোস্ট করতে পারবেন। এ জন্য পছন্দের স্টোরির ওপর ট্যাপ করে নিচের দিকে থাকা শেয়ার আইকনে ট্যাপ করুন। এরপর নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন।