হোম > জীবনধারা > নো হাউ

ফেসবুকের প্রোফাইল ও কভার ছবির আদর্শ সাইজ কত

আজকের পত্রিকা ডেস্ক­

ফেসবুকের ইমেজ অপ্টিমাইজেশনের নিয়ম অনুসরণ করায় ছবির গুণগত মানও বজায় থাকে। ছবি: ইনসাইট মার্কেটিং গ্রুপ

আজকের ডিজিটাল যুগে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি ব্যক্তিগত রুচি প্রকাশ, পেশাগত ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক প্রচারণার জন্য এক বহুমাত্রিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ ধরনের প্ল্যাটফর্মে প্রথম যে জিনিসটি অন্যদের নজরে আসে, তা হলো প্রোফাইল ছবি ও কভার ছবি। এই ছবিগুলোর মান ও সাইজ যদি সঠিক না হয়, তাহলে তা অনেক সময় অস্পষ্টভাবে দেখা যায়।

সঠিক সাইজ অনুযায়ী ছবি আপলোড করলে তা শুধু স্পষ্টভাবেই দেখা যায় না, বরং ফেসবুকের ইমেজ অপ্টিমাইজেশনের নিয়ম অনুসরণ করায় ছবির গুণগত মানও বজায় থাকে। অনেকেই জানেন না, ফেসবুকের প্রতিটি ছবির জন্য নির্দিষ্ট মাপ বা রেজল্যুশন রয়েছে; যেমন প্রোফাইল ছবির জন্য এক রকম, কভার ছবির জন্য আরেক রকমের সাইজ প্রয়োজন।

ফেসবুকের প্রোফাইল ও কভার ছবির আদর্শ সাইজ কত হওয়া উচিত তা তুলে ধরা হলো—

ফেসবুক প্রোফাইল ছবির সাইজ

প্রোফাইল ছবি বা ফেসবুক ডিসপ্লে পিকচার (ডিপি) আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্র্যান্ডকে ফেসবুকে প্রতিনিধিত্ব করে। যখন কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করে বা আপনার কোনো পোস্ট দেখে, এটি প্রথম নজরে আসে। ফেসবুক প্রোফাইল ছবি হলো সেই ছোট বর্গাকৃতির ছবি, যা আপনার প্রোফাইলের ওপরের বাম কোণে দেখা যায়।

একটি ভালো প্রোফাইল ছবি বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব এবং আস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে।

ছবির নির্দেশিকা

সর্বনিম্ন ডাইমেনশন: ১৮০ × ১৮০ পিক্সেল

সর্বোচ্চ ডাইমেনশন: ২০৪৮ × ২০৪৮ পিক্সেল

অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ১: ১ (বর্গাকৃতি)

থাম্বনেইল: মন্তব্য ও পোস্টে আপনার নামের পাশে ৪০ × ৪০ পিক্সেল আকারে ছবি দেখা যাবে।

ক্লিক করলে: প্রোফাইল ছবিটি সর্বোচ্চ ৮৫০ × ৮৫০ পিক্সেল পর্যন্ত বড় হয়ে দেখা যেতে পারে।

প্রোফাইল ছবির ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন

  • ছবি যেন স্পষ্ট, হাই-রেজল্যুশন এবং মুখের ওপর ফোকাস হয়
  • অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড এড়িয়ে চলুন
  • আলো যেন মুখে ঠিকভাবে পড়ে এবং ছায়া না পড়ে
  • ব্যক্তিগত প্রোফাইলের জন্য হাসিমুখের ছবি আর ব্র্যান্ড/ব্যবসার জন্য লোগো ব্যবহার করা ভালো

ফেসবুক কভার ফটো সাইজ

ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল কভার ছবি হলো একটি বড় ব্যানার আকৃতির ছবি, যা ব্যবহারকারীর প্রোফাইল পেজের ওপরের অংশে দেখা যায়, প্রদর্শিত হয়।

এই জায়গা ব্যক্তি তাঁর নিজস্ব পরিচয় ও ব্র্যান্ড প্রকাশের জন্য ব্যবহার করতে পারেন। এটি নিজের পছন্দ, স্টাইল বা ব্যক্তিত্ব তুলে ধরার একটি চমৎকার মাধ্যম।

ছবির নির্দেশিকা

সর্বনিম্ন ডাইমেনশন: ৮৫১ × ৩১৫ পিক্সেল

সর্বোচ্চ ডাইমেনশন: ২০৩৭ × ৭৫৪ পিক্সেল

অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ২.৭: ১

ফেসবুক কভারের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন

  • কভার ফটোতে নিজের ব্যক্তিত্ব, পছন্দ বা পেশার প্রতিফলন ঘটান
  • খুব বেশি লেখা বা জটিল ডিজাইন না রাখাই ভালো, মোবাইলে ছবির কিছু অংশ কেটে যেতে পারে
  • প্রাকৃতিক দৃশ্য, রুচিশীল ব্যাকগ্রাউন্ড কিংবা পেশাগত পরিবেশের ছবি সুন্দর দেখায়
  • যদি ব্র্যান্ড প্রমোশন করেন, তবে কভার ফটোতে স্লোগান বা সার্ভিস হাইলাইট রাখা যেতে পারে

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী